ছয় অক্টোবর ব্যাংক কর্মচারীদের অন্যতম সংগঠন অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের প্রতিষ্ঠা দিবস। তাই প্রতিবছরই এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত করে থাকে সংগঠনের কর্মীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রাকৃতিক দুর্যোগে উপেক্ষা করেই শুক্রবার সকালে আগরতলায় উদযাপিত হয় সংগঠনের ৩৮ তম প্রতিষ্ঠা দিবসটি। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন আগরতলায় মূল অনুষ্ঠানটি হয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের হেড অফিসের চত্বরে। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংগঠনের পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি তাপস চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত সহ অন্যান্য কর্মীরা। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংগঠন আগামী রবিবার ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে আয়োজন করা হয় এক স্বেচ্ছা রক্তদান শিবির। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত জানান, অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন দেশের ব্যাংক কর্মচারীদের সবচেয়ে বড় অফিসার সংগঠন। যে সংগঠনের সদস্য সংখ্যা তিন লক্ষের অধিক। ব্যাংক শিল্পকে বাঁচানোর লক্ষ্যে এবং কর্মচারীদের স্বার্থসংশ্লিষ্ট দাবী দাওয়াকে সামনে রেখে প্রতিনিয়ত এই সংগঠন লড়াই সংগ্রাম করে আসছে। যা আগামী দিনে ও অব্যাহত থাকবে।