Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্য৭ অক্টোবর আগরতলা পুর নিগমের বিরুদ্ধে অভিযানে নামতে চলেছে সদর জেলা কংগ্রেস

৭ অক্টোবর আগরতলা পুর নিগমের বিরুদ্ধে অভিযানে নামতে চলেছে সদর জেলা কংগ্রেস

সম্প্রতি পুজোর প্রাক্কালে প্রত্যেকের বাড়ি বাড়ি আচমকা অধিক হারে সম্পদ কর প্রদানের নামে নোটিশ ধরাতে শুরু করে আগরতলা পুর নিগম। এই ইস্যুতে ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলগুলি সোচ্চার হয়। আগেই প্রদেশ কংগ্রেসের তরফে এই ইস্যুতে নিগমকে সতর্ক করা হয়েছিল। কিন্তু কোন কাজ হয় নি। এর মাঝে আবার সাড়া শহর জুরে মেয়রের নেতৃত্বে হকার উচ্ছেদের নামে চলছে তাণ্ডব। উপরন্তু আবার দোসর হয়েছে বিদ্যুতের মাশুল বৃদ্ধি। রাজ্যে উদ্ভুত এই সমস্যা গুলোর প্রতি নজর রেখে প্রদেশ কংগ্রেসের তরফে প্রত্যেক জেলা এবং ব্লক কমিটি গুলিকে নির্দেশ প্রদান করা হয়েছে। এই পরিপ্রেক্ষিতে সদর জেলা কংগ্রেস কমিটি বুধবার আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এক সভার আয়োজন করে। এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি এদিন সংবাদ মাধ্যমে জানান যে রাজ্যে উদ্ভুত পরিস্থিতি, বিদ্যুৎ মাশুল বৃদ্ধি, আগরতলা পুর নিগমে সম্পদ কর বৃদ্ধি, অনৈতিক ভাবে জনগণের উপর যে বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, এবং কয়েকদিন ধরে প্রাক পুজার সময় যখন হকাররা তাদের পসরা সাজিয়ে বসেছে এই সময় আগরতলা পুর নিগম বিভিন্ন জায়গায় ভেন্ডার লাইসেন্স প্রাপ্তদের থেকে শুরু করে সকল অংশের ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর নির্মম ভয়াবহ অত্যাচার নামিয়ে নিয়ে এসেছে। খোদ মেয়র তাদের আধিকারিকরা রাস্তায় নেমে ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান পাট ভেঙ্গে দিচ্ছে। ভেন্ডার লাইসেন্স থাকা সত্ত্বেও তাদের আবেদন পাত্তা দেওয়া হচ্ছে না।সাড়া শহর জুরে একটা ধ্বংস লীলার তান্ডব শুরু হয়েছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই বিষয়ে তাদের অবহিত করে। পুর নিগমকে সতর্ক করে দেওয়া হয়েছিল। এখন বাধ্য হয়ে আন্দোলন কর্মসূচি নেবার জন্য প্রতিটি জেলা কংগ্রেসকে নির্দেশ দিয়েছেন তিনি। এদিন প্রদেশ কগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান জেলায় জেলায় বিদ্যুৎ নিগমের অফিসে এই বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়ে যেমন আন্দোলন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে সাথে সাথে পুর নিগমের এই ধরনের সম্পদ কর বৃদ্ধি সহ সাড়া শহর জুরে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর নির্যাতন তার প্রতিবাদে সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে আগামী ৭ অক্টোবর আগরতলা পুর নিগম অভিযান করা হবে বলে জানান তিনি। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ্য বাসী তথা আগরতলা শহরবাসী যাদের উপর আগরতলা পুর নিগম সম্পদ করের বোঝা অবৈধ ভাবে চাপিয়েছে তাদের সহযোগিতা চেয়েছেন। জানা যায় আগরতলা পুর নিগমের তরফে বিভিন্ন ওয়ার্ডের নাগরিকদের অবৈধ সম্পদ করের নোটিশ প্রদান এখনো অব্যাহত রয়েছে। এমনটাও জানা গেছে আগরতলা পুর নিগমের অধীন বিভিন্ন ওয়ার্ডে যে সকল নাগরিকদের প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর প্রদান করা হয়েছে তাদেরকেও পূর্বের তুলনায় অধিক উচ্চ হারে সম্পদ কর প্রদানের জন্য নোটিশ পাঠানো হচ্ছে। এতে করে সেই সকল নাগরিকরা পড়েছেন মহা বিপাকে। একে তারা সময়ের মধ্যে এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর সম্পূর্ণ করার জন্য বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে তা কোন ক্রমে সম্পূর্ণ করেছেন। কেউ বা এখনো সম্পূর্ণ রুপে তা করে উঠতে পারে নি। এই অবস্থায় সাধারন নাগরিকদের সাথে সেই অংশের নাগরিকরাও যারা কেউ বা বি পি এল, অন্তোদয় , অন্নপূর্ণা, প্রায়রিটি গ্রুপ ভুক্ত তাদের মাথায় এখন পুর নিগমের নোটিশ পেয়ে মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে। এই অবস্থায় কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। এর উপর দিন দিন বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মুল্য। এছাড়া যে নোটিশ পাঠানো হচ্ছে এতে প্রচুর অসঙ্গতি সামনে আসছে। এই ইস্যুগুলিও সামনে রেখে এদিন এই সভায় আলোচনা করেন বিভিন্ন কংগ্রেস নেতৃত্ব। আসছে সাত অক্টোবর সদর জেলা কংগ্রেসের এই পুর নিগম অভিযান আগরতলায় দুর্গোৎসবের প্রাক্কালে কি রুপ ধারন করে এর দিকে তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eighteen − 16 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য