গোটা দেশের সাথে রবিবার পহেলা অক্টোবর রাজ্যেও উদযাপিত হয় জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস। খানিকটা দেরিতে হলেও এবার এই দিবসটি উদযাপন করলো সোসাইটি অফ ভলান্টারি ব্লাড ডোনার্স। তাও আবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের মত কর্মসূচির মধ্য দিয়ে। সোমবার আগরতলা প্রেসক্লাবে সোসাইটি অফ ভলান্টারি ব্লাড ডোনার্স জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবস উদযাপনের অঙ্গ হিসেবে আয়োজন করে এক সেচ্ছা রক্তদান শিবির। এদিন সকালে এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দে সহ আরো বিশিষ্টজনেরা।এধরনের কর্মসূচির আয়োজন করার জন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে মেয়র দীপক মজুমদার বলেন, রক্তদানের মত আর কোন দান হতে পারে না। কারণ এখনো রক্তের কোন বিকল্প তৈরি হতে পারেনি। তাই রক্তের বিকল্প হল একমাত্র মানবতা। এই মানবতা নিয়েই স্বেচ্ছা রক্তদানে সবাইকে আরো বেশি করে এগিয়ে আসতে হবে।