২রা অক্টোবর জাতির জনক বলে পরিচিত মহাত্মা গান্ধীর জন্মদিন। প্রতিবছর দেশব্যাপী এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়ে থাকে। এবারও যেন তার ব্যতিক্রম নয়। গোটা দেশের সাথে রাজ্যেও সরকারি বেসরকারিভাবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানানো হয় জাতির জনক গান্ধীজিকে। সোমবার সকালে সরকারিভাবে আয়োজিত কর্মসূচির অঙ্গ হিসেবে রাজধানী আগরতলার সার্কিট হাউস স্থিত গান্ধী মূর্তিতে পুষ্পর্গ অর্পণ করে শ্রদ্ধা জানান রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা। পরে সেখান থেকে তিনি গান্ধী ঘাটে গিয়ে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে গান্ধী বেধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। শুধু তাই নয়, গান্ধী ঘাটে আয়োজিত সর্বধর্ম প্রার্থনা সভাতেও অংশ নেন মন্ত্রী শ্রীমতি চাকমা। সরকারিভাবে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের কর্পোরেটর তুষার ভট্টাচার্য, হিমানী দেববর্মা, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ সদর মহকুমা শাসক ও অন্যান্য আধিকারিকরা। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে মন্ত্রী সান্তনা চাকমা বলেন, গান্ধীজীর দেখানো পথেই চলছে দেশের বর্তমান সরকার ও রাজ্য সরকার। গান্ধীজি প্রথম বলেছিলেন আত্মনির্ভরের কথা। তাই সেই আত্মনির্ভরের দিকেই এখন এগিয়ে চলেছে দেশ ও রাজ্য।