Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যঅর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া রাজ্যের ৩০ জন ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষা লাভে বিশেষ সহায়তা...

অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া রাজ্যের ৩০ জন ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষা লাভে বিশেষ সহায়তা করবে আসাম রাইফেলস

সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে আসাম রাইফেলস একটি ভ প্রজেক্ট বা প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা রাজ্যের ৩০ জন ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষা লাভে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। মূলত আই আই টি, জে ই ই, এন ই ই টি এবং বিভিন্ন জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার জন্য নির্বাচিত ছাত্র-ছাত্রীদের এক বছরের প্রশিক্ষণ দেওয়া হবে। অ্যাক্সিস ব্যাংকের সহযোগিতায় ন্যাশনাল ইন্টিগিটি এন্ড এডুকেশনাল ডেভেলপমেন্ট বা এন আই ই ডি ও এর মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এদিন সংশ্লিষ্ট বিষয়ে একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন শিক্ষাই হচ্ছে সমাজের অগ্রগতির সূচক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে গুণগত শিক্ষা প্রসারের জন্য উদযোগী হয়েছেন। গুণগত শিক্ষার প্রসারে এগিয়ে এসেছে অনেক সংগঠন ও এই অনুষ্ঠানটিকে শিক্ষার প্রসারে ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দিক বলে অভিহিত করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান রাজ্যেও রাজ্য সরকার এই নতুন জাতীয় শিক্ষানীতি লাগু করেছে। স্টেট বাই স্টেপ এই জাতীয় শিক্ষা নীতির আরও বিভিন্ন দিক গুলো পরবর্তী সময় লাগু করা হবে বলে এদিন জানান তিনি।উল্লেখ্য উত্তর পূর্বাঞ্চলের নাগাল্যান্ড এবং অন্যান্য রাজ্যেও এই ধরনের প্রজেক্ট বা প্রকল্প পরিচালনা করছে আসাম রাইফেলস কর্তৃপক্ষ। নাগাল্যান্ডে বিগত শিক্ষাবর্ষ থেকে চলছে এই প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিশেষভাবে উপকৃত হচ্ছেন নির্বাচিত ছাত্রছাত্রীরা। রাজ্যে ও আসাম রাইফেলসের এই ধরনের প্রশংসনীয় উদ্যোগে সংশ্লিষ্ট ছাত্রছাত্রীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে মনে করছে বিভিন্ন মহল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য