খোয়াই মহকুমার পদ্মবিল তুলাশিখর এবং খোয়াই ব্লকের বিভিন্ন পঞ্চায়েত ও ভিলেজে মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে গত ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি করোনা ভাইরাস সংক্রমণ রোধের উপায় , টিকা গ্রহণ সহ বিভিন্ন স্বাস্থ্যবিধি নিয়ে জনগণকে সচেতন করার জন্য মাইক যোগে প্রচারাভিযান ও পথ নাটক প্রদর্শন করা হয় । তুলাশিখর ব্লকের বেহালাবাড়ি , চাম্পাহাওড় , আশারামবাড়ি , বাচাইবাড়ি , গোপালনগর এবং রাজনগর বাজারে , পদ্মবিল ব্লকের হাতকাটা , রতনপুর , বেলছড়া , পদ্মবিল , বাইজলবাড়ি , শনখলা , আমপুরা বাজারে এবং খোয়াই ব্লকের জাম্বুরা , সিঙ্গিছড়া , ধলাবিল , পহরমুড়া , রামচন্দ্রঘাট , মহাদেব টিলা , জব্বরটিলা , আমতলি বাজার সহ মহকুমার বিভিন্ন স্থানে এই প্রচারাভিযান ও পথ নাটক প্রদর্শন করা হয় । পথনাটকগুলি আয়োজনে ছিল খোয়াই জেলা ও সংস্কৃতি কার্যালয়ের শিল্পীগণ ।