রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনায় খোয়াই ব্লকের পূর্ব চেরী গ্রাম পঞ্চায়েতের গকুলপাড়ায় গতকাল গো – প্রজনন উপকেন্দ্রের পাকা বাড়ির উদ্বোধন হয়েছে । এজন্য ব্যয় হয়েছে ১২ লক্ষ টাকা । স্থানীয় বিশিষ্ট নাগরিক রাম সুন্দর দেবনাথের দানকরা ২ গন্ডাজমিতে এই কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে । নবনির্মিত গো – প্রজনন উপকেন্দ্রের উদ্বোধন করেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী বলেন , রাজ্যের সামগ্রিক উন্নয়নের সাথে সাথে কৃষি , স্বাস্থ্য , প্রাণী সম্পদ , পানীয়জল , শিশুর উন্নয়নে সরকার ব্যাপকভাবে কাজ করছে । তিনি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ও শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে সকলের সহযোগিতা কামনা করেন । এছাড়া বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবী জীবন দেবনাথ । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জিলা পরিষদের সদস্য উত্তম অধিকারী , খোয়াই পঞ্চায়েত সমিতির সদস্যা অর্পণা দেবনাথ , জেলা প্রাণী সম্পদ বিকাশ কার্যালয়ের সহ অধিকর্তা ডা . জগন্নাথ বণিক , মহকুমা প্রাণী সম্পদ বিকাশ কার্যালয়ের চিকিৎসক ডা . বিপুল দে , এ আর ডি ডি এক্সটেনশান অফিসার দিলীপ শুরু বৈদ্য প্রমুখ ।