Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যএক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এর ঝলক এখানে দেখা...

এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এর ঝলক এখানে দেখা গিয়েছে আজ – মুখ্যমন্ত্রী

ত্রিপুরা আরবান লাভলীহুড মিশন এর পক্ষ থেকে বুধবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে লাভা র্থি পরিবার মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা , নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এক ভারত শ্রেষ্ঠ ভারত এর ঝলক এখানে দেখা গিয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে ধরনের কাজ ত্রিপুরাতে শুরু হয়েছে এতে সময় কম কিন্তু মিশন মুডে কাজ করতে হবে। সে ভাবেই কাজ চলছে। আগামী দিনও সে ভাবে চলবে। এদিন আধিকারিকদের তিনি বলেন কোথাও কোন সমস্যা হলে তা যাতে সরকারের নজরে নেওয়া হয়। এদিন তিনি বলেন এখানে যে সকল উদ্যোগীরা এসেছেন তাদের কারুর অ্যান পি এ নেই। যা তাকে খুবই আনন্দিত করেছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন বলেন দেশের প্রধানমন্ত্রী পণ্ডিত দিনদয়ালের চিন্তা ভাবনা যে অন্তিম ব্যাক্তি পর্যন্ত সুযোগ পৌঁছুতে হবে সে অনুযায়ী কাজ করছেন। প্রধানমন্ত্রী যে শ্লোগান দিয়েছেন সবকা সাথ, সবকা বিকাশ , সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস। তিনি নিজেও এখানে উপস্থিত হয়ে উপস্থিত প্রত্যেকের মধ্য দেখেছেন এরই প্রতিচ্ছবি। এদিন ডাঃ সাহা বলেন মানুষ যদি আনন্দে থাকে এর চেয়ে বেশী কিছু আর হয় না। তবে এদিন মুখ্যমন্ত্রী বলেন সবাইকে চাকরি দেওয়া সম্ভব না। তার পরও সরকার চেষ্টা করছে। চাকরির ব্যবস্থাও করছে। সমান্তরাল ভাবে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকদের আত্ম নির্ভর করার উপর এদিন গুরুত্ব আরোপ করেন তিনি। এই অনুষ্ঠানে এদিন বিভিন্ন ছোট উদ্যোগীরা তাদের পসরার ডালি উপস্থাপিত করেন। মুখ্যমন্ত্রী সহ অতিথিরা এবং তাদের উদ্যোগগুলি ঘুরে দেখেন। এদিন স্বরোজগারি করে গড়ে তোলার জন্য বেশ কয়েকজন মাহিলাদের অটোর পারমিট প্রদান সহ অনেককেই লোণ প্রদান করা হয় বলে জানা যায়। এই অনুষ্ঠানকে ঘিরে এদিন লাভার্থিদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য