Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যসপরিবার নিয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু এক বাইক চালকের

সপরিবার নিয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু এক বাইক চালকের

অসতর্কতার খেসারত দিল এবার এক গোটা পরিবার। সরকারি বিধি নিষেধ অমান্য করে সপরিবার নিয়ে বাইক চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক বাইক চালকের। শুধু তাই নয়, এই দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মৃত বাইক চালকের স্ত্রী সহ তিন সন্তান। যারা প্রত্যেকেই এখন আগরতলা জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। মৃত বাইক চালকের নাম রাকেশ মিয়া। বয়স ২৯ বছর। ঘটনার বিবরনে জানা যায়, শুক্রবার আগরতলা বড়দোয়ালী এলাকায় শশুর বাড়ি থেকে স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে নিজ বাড়ি তকমা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাইকে করে রওনা দেয় রাকেশ। গর্জি এলাকায় যাওয়ার পর বিপরীতমুখী একটি ওয়াগন গাড়ির সাথে বাইকটির সংঘর্ষ ঘটে। এতে করে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়েন বাইকে থাকা পাঁচজন। সঙ্গে সঙ্গে এই খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে টেপানিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে হস্তান্তর করে। জিবি হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ বাদেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বাইক চালক রাকেশ। অপরদিকে মৃত যুবক রাকেশের স্ত্রী সহ তার দুই শিশু সন্তান বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার মৃত যুবকের দেহ ময়না তদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। মূলত অসতর্কতার জন্যই ভয়াবহ দুর্ঘটনায় হতাহতের শিকার হলেন এই পরিবারটি। মর্মান্তিক এই দুর্ঘটনাকে ঘিরে গোটা দক্ষিণ তকমাবাড়ি এলাকায় নেমে আসে শোকের ছায়া।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য