Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যআয়ুষ্মান ভারত প্রকল্পের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার আগরতলায় অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক...

আয়ুষ্মান ভারত প্রকল্পের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার আগরতলায় অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক পথযাত্রা

.দেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পে চালু করে আয়ুষ্মান ভারত। এই প্রকল্পের মাধ্যমে কার্ড হোল্ডাররা অনেকটা সহজেই কম পয়সায় স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে পারে। কেন্দ্রীয় সরকারের জনমুখী এই প্রকল্পের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে শনিবার আগরতলায় অনুষ্ঠিত হয় এক সচেতনতামূলক পথযাত্রা। রাজধানী আগরতলা শহরতলী মধ্যপ্রতাপগড় শহুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা জেলা কার্যালয়ের সহায়তায় আয়োজিত সচেতনতামূলক এই পদযাত্রাটি জগহরিমুড়া হেলথ অ্যান্ড ওয়ারলেস সেন্টারের প্রাঙ্গন থেকে বের হয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। এতে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের ২১ নং ওয়ার্ডের কর্পোরেটর ডঃ অলক ভট্টাচার্য, স্বাস্থ্য আধিকারিক দেবাজ্যোতি ঘোষ, স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীরা। এদিনের এই সচেতনতামূলক পদযাত্রা থেকে স্বাস্থ্য আধিকারিক ডক্টর ঘোষ জানান এখনো যারা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আয়ুষ্মান ভারতের আওতায় আসেননি তারা যেন এর সুফল নেওয়ার জন্য নিজ নিজ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seventeen − 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য