জমি মাফিয়াদের কোন অবস্থাতেই দেখায় দেওয়া হবে না। এই রাজ্যে মাহিয়াদের কোন স্থান নেই। অতি সম্প্রতি প্রকাশেই মাফিয়াদের উদ্দেশ্যে এরকম কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মানিক সাহা। যেখান থেকেই এধরনের অভিযোগ আসছে, সেখানেই কড়া পদক্ষেপ গ্রহণ করছেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার নেতৃত্বাধীন প্রশাসন। তা আরো একবার প্রত্যক্ষ করা গেল রাজধানী আগরতলার জয়নগর স্থিত পি এস সি ইটবাট্টা সংলগ্ন এলাকায়। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এলাকার জমি মাফিয়াদের হাত থেকে এবার নিজেদের জোত জমি ফিরে পেলেন এক সংখ্যালঘু পরিবার। ঘটনার বিবরণে জানা যায় ২০১৮ সালে রাজ্য সরকার পরিবর্তন হবার পর দেশের প্রধানমন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠান করার জন্য ওয়েস্টার্ন ক্লাব সংলগ্ন বর্ডার গোলচক্কর পি এস সি ইটবাট্টা সংলগ্ন এলাকার বাসিন্দা জরিনা বেগম নিজের জায়গা দিয়েছিল এলাকারই কিছু যুবককে। কিন্তু দেখা যায় কিছু দিন পর এই জায়গাতে কালি মুর্তি বসিয়ে দেয় ছেলেরা।।তখন জমির মালিক সেই বিষয়ে ছেলেদের কাছে জানতে চাইলে তারা ২৫ লাখ টাকা দাবি করে জরিনা বেগমের কাছে। তখন নিরুপায় হয়ে জমির মালিক ২৫ লাখ টাকা না দিয়ে ৫ লাখ টাকা দিতে সম্মতি হয়। কিন্তু তাতে এলাকার ছেলেরা মানতে নারাজ।। তাদের বক্তব্য ২৫ লাখ টাকা দিলেই জমি দেওয়া হবে নতুবা সেখানে মন্দির গড়ে তোলা হবে। এই অবস্থায় জরিনা দেবী অসহায় হয়ে পড়েন।তখন বাধ্য হয়েই তিনি অনলাইনে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেন তার জোত জমি ফিরিয়ে দেওয়ার জন্য। জরিনা দেবীর আবেদনে সাড়া দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তার সাথে কথা বলে সবধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে বৃহস্পতিবার জায়গার নির্ধারণ করার জন্য পুলিশ প্রশাসন সহ তহশীল অফিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে জায়গা নির্ধারণ করে দিয়ে যান। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এভাবে জমি মাফিয়া দের হাত থেকে নিজের জোত জমি ফিরে পেয়ে স্বাভাবিকভাবে খুশি জরিনা বেগমের পরিবার।