জিরানিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে দু দুটি পিস্তল ও চারটি ম্যাগাজিন সহ এক যুবক ধরা পড়ার ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে আরও এক অস্ত্র কারবারি পুলিশের জালে। কমলাসাগর বিধানসভা কেন্দ্রের দেবীপুর এলাকার দীপঙ্কর সেনকে গত সোমবার দিন রাতে দুদুটি পিস্তল ও চারটি ম্যাগাজিন সহ আটক করে রেলওয়ে পুলিশ। পুলিশের জবানবন্দি মূলে আটক অস্ত্র কারবারি দীপঙ্কর জানাই দিমাপুর থেকে বিশ্ব দেব নামে এক ব্যক্তির কাছ থেকে প্রতিটি পিস্তল ত্রিশ হাজার টাকা করে কিনে নিউ ইছাবাজার নন্দু পাল এর কাছে পৌঁছে দেওয়ার জন্যই এগুলি নিয়ে আসে সে। একই সাথে পুলিশি রিমান্ডে আরো এক অস্ত্র কারবারির নাম জানায়। আর তার ভিত্তিতে আগরতলা জিআরপিএফ রেলওয়ে পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাতে বাধারঘাটের শ্রীপল্লী এলাকা থেকে আটক করে আরও এক অস্ত্র কারবারিকে। ধৃত অস্ত্র কারবারীর নাম বিশ্বজিৎ রক্ষিত। বৃহস্পতিবার বিশ্বজিৎকে রাজ্য পুলিশের হাতে তুলে দেয় রেলওয়ে পুলিশ। ৭২ ঘণ্টার মধ্যে দুদুটি পিস্তল ও চারটি ম্যাগাজিন সহ অস্ত্র কারবারের সাথে যুক্ত দুজনকে পুলিশ জালে তুলতে সক্ষম হওয়ায় বিভিন্ন মহলে উঠছে এখন নানা প্রশ্ন।