রাজধানী আগরতলা শহরের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান গুলির হাল হকিকত খতিয়ে দেখতে ফের আরো একবার ময়দানে নামলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার তিনি প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের অবস্থা সরোজমিনে খতিয়ে দেখেন। প্রথমেই মুখ্যমন্ত্রী পরিদর্শন করেন আগরতলা মুক্তধারা প্রেক্ষাগৃহটি। এখানে এই প্রেক্ষাগৃহের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখার পর সেখান থেকে তিনি ছুটে যান রাজধানীর নজরুল কলাক্ষেত্রে। নজরুল কলাক্ষেত্র পরিদর্শন করে এই হলের সংস্কার এবং অন্যান্য আনুষাঙ্গিক বিষয়ে খোঁজখবর নেন। একই সাথে নজরুল কলাক্ষেত্র চত্বরে থাকা ললিত কলায় একাডেমির উত্তর পূর্বাঞ্চল আঞ্চলিক কেন্দ্র, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, সংগীত নাটক একাডেমী এবং ত্রিপুরা ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট পরিদর্শন করেন। এই প্রতিষ্ঠানগুলির বিভিন্ন বিভাগের কাজ কর্মের বিষয়ে খোঁজখবর নিয়ে শিক্ষার্থী ও আধিকারিকদের সাথে কথা বলেন। ত্রিপুরা সহ বিভিন্ন জায়গায় ছেলে-মেয়েদের কলা সংস্কৃতি, অভিনয় এবং সংগীত সহ বিভিন্ন ক্ষেত্র প্রশিক্ষণ প্রদানে এই প্রতিষ্ঠান দারুন ভূমিকা পালন করছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী ছুটে যান নরসিংগড় স্থিত ত্রিপুরার স্টেট ফরেনসিক সাইন্স ল্যাবরিটিতে। এখানে ল্যাবরেটরি বিভিন্ন পরিকাঠামো ঘুরে দেখেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে কথা বলে এই ল্যাবারেটরির গুরুত্বপূর্ণ কাজকর্ম বিষয় সম্পর্কে অবগত হন। এখানেই শেষ নয়, পরবর্তী সময়ে নরসিংগড়ে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির নতুন ভবনের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করে এই প্রকল্পের পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আধিকারিকদের সাথে কথা বলেন। এছাড়াও টি আই টি ক্যাম্পাসে নব নির্মিত প্রেক্ষাগৃহ ঘুরে দেখেন তিনি। সবশেষে তিনি গোর্খাবস্তি স্থিত নির্মাণ হতে যাওয়া মাল্টি স্টোর অফিস বিল্ডিং এর কাজ পরিদর্শন করেন। কাজের গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ে নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য নির্দেশ দেন তিনি আধিকারিকদের। সবশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এইদিনের এই বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন সম্পর্কে জানান পরিকাঠামো শুধু নির্মাণ করলেই হয় না। প্রতিষ্ঠান গুলির হাল হকিকত কিরকম অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখার দরকার। তার জন্যই এদিনের এই পরিদর্শন।