মাঝে আর মাত্র এক মাস বাকি। যদিও ইতিমধ্যেই দেব শিল্পী ও গণেশ চতুর্থীর মধ্য দিয়ে শুরু হয়ে গেল বাঙালির প্রাণের উৎসব দুর্গা পূজার কাউন্ট ডাউন। শহর থেকে গ্রাম সর্বত্র চলছে এখন উৎসবের জোরদার প্রস্তুতি। পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের মন জয় করতে বিগ বাজেটের ক্লাবগুলিতে চলছে নানা থিম নিয়ে আকর্ষণীয় প্যান্ডেল নির্মাণের কাজ। পুজো উদ্যোক্তাদের প্রস্তুতি একদিকে যখন চলছে জোরদার, ঠিক তখন অন্যদিকে আসন্ন এই শারদীয় উৎসবকে সামনে রেখে আগরতলা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলোক উজ্জ্বল রাখার চেষ্টায় মগ্ন পৌর নিগম। পুজোর সময় আগরতলা শহরে যারা পূজো দেখতে আসবেন তারা যেন নির্বিঘ্নে পুজো উপভোগ করতে পারেন সেই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হলেন পৌর নিগমের কর্পোটাররা। বুধবার নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে অনুষ্ঠিত বৈঠকে সব কয়টি ওয়ার্ডের কর্পোরেটররা ছাড়াও উপস্থিত ছিলেন নিগমের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিনের এই দীর্ঘ বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে অন্যতম হলো নিগমের প্রতিটি ওয়ার্ডের রাস্তাঘাট মেরামত সহ আরো অন্যান্য কাজে ১৬ লক্ষ টাকা করে প্রদানের। প্রত্যেক ওয়ার্ড কেই দেওয়া হবে ১৬ লক্ষ টাকা। বৈঠক শেষে গৃহীত এই সিদ্ধান্তের কথা জানালেন মেয়র দীপক মজুমদার। এদিন তিনি আরো জানান পূজোর সময় যারা পূজো দেখতে আসবেন আগরতলা শহরে, তারা যাতে নির্বিঘ্নে পুজো দেখতে পারেন তার জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করবে নিগম। পুজোর সময় শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও আলোক উজ্জ্বল রাখার চেষ্টা করা হবে। পুজোকে কেন্দ্র করে প্রতিটি ওয়ার্ডে অতিরিক্ত ১৬ লক্ষ টাকা বরাদ্দ ছাড়াও উন্নয়নের যে কাজ চলছে তাও অব্যাহত থাকবে বলে জানান মেয়র।