Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যরহস্যজনকভাবে এক গৃহবধুর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত রাজ্যের প্রধান সরকারি হাসপাতাল জিবি হাসপাতাল...

রহস্যজনকভাবে এক গৃহবধুর মৃত্যুকে ঘিরে উত্তপ্ত রাজ্যের প্রধান সরকারি হাসপাতাল জিবি হাসপাতাল চত্বর

রহস্যজনকভাবে এক গৃহবধুর মৃত্যুকে ঘিরে আবারো উত্তপ্ত হয়ে উঠল রাজ্যের প্রধান সরকারি হাসপাতাল জিবি হাসপাতাল চত্বর। শুধু তাই নয়, মৃত গৃহবধূর বাবার বাড়ি ও শ্বশুরবাড়ির লোকদের মধ্যে চলে প্রকাশ্যে খন্ড যুদ্ধ। ঘটনা দেব শিল্পী বিশ্বকর্মা পূজার দিন দুপুরে। ঘটনার বিবরণে জানা যায় আগরতলা শহরতলী যোগেন্দ্রনগর আদর্শ কলোনি এলাকার বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি উত্তম দেবের স্ত্রী চন্দ্র দেবকে পরিবারের লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় সোমবার সকালে জিবি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। আর এই খবর পেয়ে মৃত গৃহবধূ চন্দ্রা দেবের বাবার বাড়ির লোকজন উত্তেজিত হয়ে ছুটে আসেন জিবি হাসপাতালে। তাদের অভিযোগ গৃহবধূ চন্দ্রাকে হত্যা করা হয়েছে। আর এই অভিযোগ এনে চন্দ্রার বাবার বাড়ির লোকজন সংঘবদ্ধ ভাবে আক্রমণ চালায় হাসপাতলে উপস্থিত শ্বশুরবাড়ির লোকদের উপর। তখন আত্মরক্ষার্থে শ্বশুরবাড়ির লোকেরা ও পাল্টা আক্রমণ আনে। প্রকাশ্য দিবালোকে দুই পক্ষের আক্রমণ পাল্টা আক্রমণকে ঘিরে তীব্র উত্তেজনা দেখা দেয় গোটা হাসপাতাল চত্বরে। মৃত গৃহবধূর স্বামী উত্তম দেবের বক্তব্য গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন চন্দ্রা। চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয় তাকে। এর মধ্যেই রবিবার গভীর রাতে চন্দ্রা আরও অসুস্থ হয়ে পড়লে সোমবার সকালে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।এদিকে মৃত গৃহবধূর মায়ের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তার মেয়ের উপর শ্বশুর বাড়ির লোকজনরা শারীরিক ও নির্যাতন চালিয়ে আসছে। এর মধ্যে সম্প্রতি চন্দ্রাকে বাবার বাড়ি থেকে ৫০ হাজার টাকা এনে দেওয়ার জন্য প্রচণ্ড চাপও সৃষ্টি করে তার স্বামী উত্তম। শুধু তাই নয়, চন্দ্রার মায়ের আরো অভিযোগ, উত্তমের সাথে তার বড় ভাইয়ের অবৈধ সম্পর্ক রয়েছে। বিষয়টি মেয়ে চন্দ্রা মেনে নিতে না পারায় তাকে প্রচন্ড মারধোর করে হত্যা করা হয়েছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই গৃহবধূর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতাল চত্বরে এদিনের এই ঘটনাকে ঘিরে জনমনে উঠছে এখন নানা প্রশ্ন। প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তার কাজে নিযুক্ত কর্মীদের ভূমিকা নিয়েও। যেভাবে এদিন প্রকাশ্যে পুরুষ ও মহিলাদের সম্ভববদ্ধ আক্রমণ সাধারণ মানুষ প্রত্যক্ষ করল, তাতে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারতো হাসপাতাল চত্বরে। এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা। তবে চন্দ্রার মৃত্যু আদৌ কিভাবে হয়েছে তা অনেকটা স্পষ্ট হবে ময়নাতদন্তের রিপোর্টেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য