বিভিন্ন শিল্প কারখানার পাশাপাশি পরিবহন শ্রমিকরাও বিগত দিনের মতো এবার দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনায় মেতে উঠলেন সোমবার। রাজ্যের প্রায় প্রতিটি মোটর স্ট্যান্ডেই এদিন মহা ধুমধামে পূজিত হলেন শিল্পের দেবতা বিশ্বকর্মা। আর এই বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন এদিন আয়োজন করে নানা কর্মসূচি। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে বিশ্বকর্মা পূজা উপলক্ষে এদিন পরিবহন শ্রমিকদের হাতে বিনামূল্যে জীবন বীমা সার্টিফিকেট তুলে দিলেন ত্রিপুরা বাস জীপ চালক সংঘ। রাজধানী আগরতলা নাগেরজলা বাসস্ট্যান্ডে সংগঠনের নাগেরজলা শাখার উদ্যোগে আয়োজিত এই জীবন বীমা সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য এছাড়াও ছিলেন ত্রিপুরা সড়ক পরিবহন উন্নয়ন নিগমের চেয়ারম্যান অভিজিৎ দেব বিশ্বজিৎ মল্লিক সহ আরো অনেকে। এই অতিথিদের হাত ধরেই এদিন পরিবহন শ্রমিকদের হাতে তুলে দেওয়া হয় জীবন বীমার শংসাপত্র। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজিব ভট্টাচার্য বলেন, শ্রমিকদের কল্যাণের জন্য রাষ্ট্রবাদী সরকার কাজ করছে। এখন আর দিতে হবে দিতে হবে বলে স্লোগান হয়না। এই সরকার শ্রমিকদের প্রয়োজন অনুসারে একের পর এক প্রকল্প চালু করে কাজ করে চলেছে।