Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যপ্রধানমন্ত্রী জন্মদিনটিকে বেরোজগারি দিবস হিসেবে পালন করলো প্রদেশ যুব কংগ্রেস

প্রধানমন্ত্রী জন্মদিনটিকে বেরোজগারি দিবস হিসেবে পালন করলো প্রদেশ যুব কংগ্রেস

বিগত দিনের মতো এবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনটি সমাজ সেবামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করে শাসক দল ভারতীয় জনতা পার্টি। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে গোটা দেশের সাথে রবিবার সকাল থেকে রাজ্যেও নানা কর্মসূচি সংঘটিত করে বিজেপি। শাসক দল একদিকে যখন নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জন্ম দিবস উদযাপন করছে, ঠিক তখন প্রধানমন্ত্রী জন্মদিনটিকে বেরোজগারি দিবস হিসেবে পালন করলো প্রদেশ যুব কংগ্রেস। তাদের অভিযোগ কেন্দ্রে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবার আগে দেশের বেকারদের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল বছরের ২ কোটি চাকুরী দেওয়ার। এই রাজ্যেও বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে রাজ্যের বেকারদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ঘরে ঘরে কর্মসংস্থানের। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই প্রতিশ্রুতি খেলাপের অভিযোগ এনে রবিবার প্রধানমন্ত্রীর জন্মদিনটিকে বেরোজগারী দিবস হিসেবে পালন করলো যুব কংগ্রেসের কর্মীরা। যেদিন আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গনে যুব কংগ্রেস কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে প্রধানমন্ত্রীর কুশপুত্তুলিকা দাহ করেন। দিবসটি পালনে তাৎপর্য তুলে ধরে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাকু দাস, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারে দেশে মাত্র ৭ লক্ষ ২২ হাজার চাকুরী হয়েছে। আর এই রাজ্যে সরকারি দপ্তরে প্রচুর সংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ নেই। অথচ রাজ্যের বেকাররা হন্যে হয়ে ঘুরছে। এই রাজ্যের বেকারা যখন চাকুরীর দাবিতে রাস্তায় নামছে তখন পুলিশ দিয়ে লাঠিচার্জ করে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করছে। তাই সারা দেশের সাথে রাজ্যেও নরেন্দ্র মোদীর জন্মদিনে বেরোজগারি দিবস পালন করে প্রতিবাদ জানায় যুব কংগ্রেস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য