বিশালগড় মহকুমা হাসপাতালে এমসিএইচ ক্লিনিকে গত ২৩ ফেব্রুয়ারি রুটিন টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । এই কর্মসূচিতে শিশুদের বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করতে এবং সুরক্ষিত রাখতে টিকাকরণ করা হয় । এতে মোট ৫৭ জনের টিকাকরণ করা হয় । এরমধ্যে ১০ জন গর্ভবতী মহিলা এবং ৪৭ জন শিশুকে বিসিজি , আইপিভি , ওপিভি , আরভিভি , পেনটা , এমআর , জেই , টিডি , পিসিভি , ডিপিটি ইত্যাদি বিভিন্ন রোগের টিকাকরণ করা হয় ।