Tuesday, February 27, 2024
বাড়িখবররাজ্যনয় বনমালিপুর বিধানসভা কেন্দ্রের ৮ নং ওয়ার্ডের ৫১ নং বুথে বাড়ি বাড়ি...

নয় বনমালিপুর বিধানসভা কেন্দ্রের ৮ নং ওয়ার্ডের ৫১ নং বুথে বাড়ি বাড়ি মাটি সংগ্রহ অভিযান

আমার মাটি আমার দেশ। এই কার্যক্রমের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সাড়া রাজ্যের সাথে নয় বনমালিপুর বিধানসভা কেন্দ্রের ৮ নং ওয়ার্ডের ৫১ নং বুথে প্রত্যেক বাড়ি বাড়ি মাটি সংগ্রহের অভিযান দেখা যায়। মণ্ডলের মহিলা মোর্চার পাশপাশি যুব সম্প্রদায়ও এই অভিযানে সামিল হয়। এদিন দেখা যায় মণ্ডলের বিভিন্ন ওয়ার্ড থেকে সংগৃহীত মাটি ইতিমধ্যেই মণ্ডল কার্যালয়ে এসে জমা হতে শুরু করে। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এদিন নয় বনমালিপুর মণ্ডল কার্যালয়ে আসেন। সেখানে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি চন্দ্রশেখর দেব ও অন্যান্য কার্যকর্তারা। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য জানান প্রত্যেকে ওয়ার্ডের প্রত্যেকের বাড়ি বাড়ি থেকে সংগৃহীত মাটি মণ্ডল কার্যালয়ে নিয়ে আসা হবে। সেখান থেকে ইতিমধ্যেই তা স্টেট অফিসে পাঠানোর কাজ শুরু হয়েছে। এ ভাবে দলের দশটি সাংগঠনিক জেলা থেকে মাটি সংগ্রহ করে দিল্লিতে অমৃত বাটিকা নির্মাণের জন্য পাঠানো হবে। তবে প্রত্যেক বাড়ি বাড়ি থেকে এই মাটি সংগ্রহে জনগণের ব্যাপক উৎসাহ উদ্দীপনা যেমন লক্ষ্য করা যায় তেমনি দিল্লির অমৃত বাটিকা নির্মাণে জনগণের বাড়ির মাটিও সেখানে যাবে, এই অভুত পূর্ব ভাবনায় উজ্জীবিত জনগণের সার্বিক অংশগ্রহণে স্বতঃস্ফুর্ততাও ছিল লক্ষ্য করার মত।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য