দক্ষিণ চড়িলাম গ্রাম পঞ্চায়েতে গতকাল রাজ্যের বৃহৎ লেয়ার উৎপাদন ফার্মটি ঘুরে দেখেন প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী ভগবান চন্দ্র দাস । পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত সহ প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকগণ । দক্ষিণ চড়িলাম গ্রামপঞ্চায়েতে ব্যাক্তিগত মালিকানাধীন স্বপন দেবনাথের ডিম উৎপাদনকারি লেয়ার মোরগী ফার্মটি পরিদর্শন কালে মন্ত্রী বলেন , এই মোরগী ফার্ম থেকে দৈনিক ৭০ হাজার ডিম উৎপাদন হচ্ছে । তিনি স্বপন দেবনাথের এই উদ্যোগকে ভূয়সী প্রশংস করেন এবং অন্যান্য বেকার যুবক ও যুবতীদের ও তার পথ অনুসরণ করার আহ্বান জানান ।