Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যঅর্থ দপ্তরের উদ্যোগে উদযাপিত হল ন্যাশনাল পেনশন সিস্টেম দিবস অর্থাৎ NPS দিবস

অর্থ দপ্তরের উদ্যোগে উদযাপিত হল ন্যাশনাল পেনশন সিস্টেম দিবস অর্থাৎ NPS দিবস

বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে অর্থ দপ্তরের উদ্যোগে উদযাপিত হল ন্যাশনাল পেনশন সিস্টেম দিবস অর্থাৎ NPS দিবস। বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অপূর্ব রায়, অতিরিক্ত সচিব অকিঞ্চন সরকার, এনপিএস এর রাজ্য নোডাল অফিসার বি ডার্লংসহ অন্যান্যরা। অর্থ দপ্তরের সচিব অপূর্ব রায় তার বক্তব্যে এই প্রকল্পের সুফলগুলি তুলে ধরেন। তিনি বলেন, এটা অত্যন্ত নিরাপদ প্রকল্প। পাশাপাশি এই প্রকল্পের বৈশিস্ট্য গুলি তুলে ধরে এর বিভিন্ন দিক এদিন তিনি তার বক্তব্যে তুলে ধরেন।প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে চালু করা হয়েছিল ন্যাশনাল পেনশন সিস্টেম প্রকল্প । মূলত সরকারি কর্মীদের জন্যই এই প্রকল্প চালু করা হলেও পড়ে তা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্যও চালু করা হয়। এমন কি যে কোন ভারতীয় নাগরিক ১৮ থেকে ৭০ বছরের মধ্যে এর সাথে যুক্ত হতে পারেন বলে এদিন বক্তাদের আলোচনায় উঠে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য