Monday, September 9, 2024
বাড়িখবররাজ্যবিরোধী দলে ফাটল, তিপ্রামথা থেকে সম্পর্ক ছিন্ন করে তিপ্রাল্যান্ড স্টেট পার্টিকে উজ্জীবিত...

বিরোধী দলে ফাটল, তিপ্রামথা থেকে সম্পর্ক ছিন্ন করে তিপ্রাল্যান্ড স্টেট পার্টিকে উজ্জীবিত করার আহ্বান পার্টির কনভেনার সিদাম দেববর্মার

ভাঙতে শুরু করেছে তিপ্রা মথা। যে তিপ্রা মথা গঠনে প্রায় সবকটি জনজাতি দলকে এক এক করে একত্রিত করে গঠন করা হয় এবং অতি অল্প সময়ের মধ্যে টি টি এ ডি সি’র মসনদ দখল, এবং রাজ্য বিধানসভা নির্বাচনে প্রথম বারের আত্মপ্রকাশেই একেবারে প্রধান বিরোধী দলের মর্যাদায় আসীন। সেই জায়গা থেকে দলের ব্যাটনে ও পরিবর্তন। বুবাগ্রার হাত থেকে বিজয় রাংখলের হাতে দলের ব্যাটন। দলের প্লেনারি সেশনের পরই এই চিত্র। এর উপর দেখা যায় একদিকে যেমন রাজ্যের বিভিন্ন জায়গায় দল ত্যাগের হিড়িক তেমনি এবার সামনে আসল দলে ভাঙনের চিত্র। তিপ্রা মথা থেকে সম্পর্ক ছিন্ন করে তিপ্রা ল্যান্ড স্টেট পার্টিকে উজ্জীবিত করার আহ্বান করলেন তিপ্রা ল্যান্ড স্টেট পার্টির কনভেনার সিদাম দেববর্মা এবং পার্টির অন্যতম সদস্য দীনেশ দেববর্মা । সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই আহ্বান রাখেন দলের নেতৃত্ব। এদিন সাংবাদিক সম্মেলনে কনভেনার সিদাম দেববর্মা জানান কেন তাদের এই সিদ্ধান্ত। তিনি স্পষ্ট করেন যে তিপ্রা মথার প্লেনারি সেশনের পর থেকে জনজাতিদের স্বার্থে কোন আন্দোলন নেই। এছাড়া আরও কারন থাকলেও তা অবশ্য প্রকাশ্যে না এনে শুধু বলেন জনজাতিদের স্বার্থে তারা তিপ্রা ল্যান্ড পার্টি দিয়েই আন্দোলন করবেন। সংবিধানের ২ এবং ৩ ধারা মোতাবেক দাবি নিয়েই তারা আন্দোলন করবেন। এদিন তিনি জানান জনজাতিদের সারভাইবালের জন্যই তারা এই তিপ্রা ল্যান্ড স্টেট পার্টি শুরু করতে যাচ্ছেন। তিনি বলেন জনগণও বুঝেছেন এই তিপ্রা মথা দিয়ে তাদের কি হবে সেখানেই প্রশ্ন চিহ্ন। তাই তারা নতুন ভাবে এই দলের মাধ্যমে এখন থেকে আন্দোলন চালাতে চান। এই সাংবাদিক সম্মেলনে এদিন দলের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দীনেশ দেববর্মা সহ আরও অন্যান্য কার্যকর্তা ও সমর্থকরা ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য