ড্রাগস, অবৈধ নেশা জাতীয় দ্রব্যের পর, এবার অবৈধ কাপড় উদ্ধার। আর যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে অবৈধ থান কাপড় মজুদকারিকেও। আটক ব্যক্তির নাম বাদল মিয়া। পুলিশের ধারণা এই কাপড়গুলো চুরি করেই এখানে মজুদ করা হয়েছে। ঘটনা আমতলী থানার অধীন ফুলতলী মতিনগর এলাকায়। পশ্চিম থানা পুলিশ সুপারের নির্দেশে আমতলী থানাধীন ফুলতলী মতিনগর এলাকার বাদল মিয়ার বাড়িতে অভিযান চালায় আমতলী থানার পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় পাঁচ বস্তা অবৈধ কাপড়। যার কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বাদল মিয়া। পুলিশ বাদল মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। অবৈধ কাপড়ের মূল রহস্য জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ চালিয়েছে বাদল মিয়াকে।