Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যধনপুর ও বক্সনগরে ভোট প্রহসনে পরিণত হয়েছে, ভোটে রেগিং হয়েছে এই ফলাফল...

ধনপুর ও বক্সনগরে ভোট প্রহসনে পরিণত হয়েছে, ভোটে রেগিং হয়েছে এই ফলাফল তার প্রমাণ – জিতেন

প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী শুক্রবার ঘোষণা করা হলো ধনপুর ও বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফলাফল। ঘোষিত ফলাফলে দুই কেন্দ্রেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে শাসক দল বিজেপির প্রার্থীরা। এর মধ্যে রাজ্য বিধানসভার ইতিহাসে জয়-পরাজয়ের রেকর্ড করল বক্সনগর এর কেন্দ্র থেকে জয়ী বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন। গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে সিপিআইএমের হয়ে পাঁচ হাজারেরও অধিক ভোটের জয়লাভ করেছিলেন শামসুল হক। মাত্র ছয় মাসের ব্যবধানে শামসুল হকের মৃত্যুতে অনুষ্ঠিত উপভোটে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন ৩০ হাজার ২৩৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। যা রাজ্য বিধানসভার ইতিহাসে নজিরবিহীন। ধনপুর কেন্দ্রেও বিজেপি প্রত্যাশিত জয় পেল। দুই কেন্দ্রের উপভোটের এই ফলাফল নিয়ে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই শুরু হয়ে যায় চর্চা। উপভোটের ফলাফল এরকম হবে তা আগেই জানা ছিল বলে মন্তব্য করলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। ভোটের ফলাফলের প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন , ধনপুর ও বক্সনগরে ভোট প্রহসনে পরিণত হয়েছে। ভোটে যে রেগিং হয়েছে এই ফলাফল তার প্রমাণ। বক্সনগরে মাত্র ছয় মাস আগে বামফ্রন্টের সিপিআইএমের তৎকালীন প্রার্থী প্রায় ৫ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। আর এই নির্বাচনে সিপিএম প্রার্থী মাত্র তিন হাজার ভোট পেল। একই অবস্থা ধনপুরেও। এটা বিজেপির লজ্জা। সুস্থ স্বাভাবিক ভোট হলে এরকম ফলাফল হতো না। উপনির্বাচনে যা হয়েছে তা গণতন্ত্রের লজ্জা এবং ভারতের সংবিধানের জন্য হুমকি। তবে সিপিআইএম বসে থাকবে না। এর বিরুদ্ধে জনগণকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম জারি থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven + thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য