ত্রিপুরা বিশ্ববিদ্যালয় পরিচালিত বিএ ও বিএসসি ১ ম , ৩ য় ও ৫ ম সেমিস্টারের পাস ও অনার্স কোর্সের পরীক্ষা আগামীকাল ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে । চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত । পরীক্ষাপর্ব সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুমারঘাট মহকুমায় আম্বেদকর মহাবিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পরীক্ষার দিনগুলিতে কুমারঘাট মহকুমার মহকুমা শাসক এক আদেশে ১৪৪ ধারা জারি করেছেন । আদেশ অনুযায়ী জনসাধারণের রাস্তা ব্যতীত পরীক্ষার্থী , সরকারি কর্মচারি , পুলিশ এবং আইন প্রণয়নকারী সংস্থা ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রবেশ করতে পারবে না । সরকারি কাজে নিয়োজিত পুলিশ ও অন্যান্য আইন প্রণয়নকারী সংস্থা ব্যতীত কেউ দা , লাঠি , সূচাগ্র বাশ , আগ্নেয়াস্ত্র সহ কোন প্রকার অস্ত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রের আশপাশ এলাকায় চলাফেরা করতে পারবে না । এছাড়া পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে মাইক ব্যবহার করা যাবে না । এই আদেশ পরীক্ষার দনগুলিতে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত কার্যকর থাকবে । আইন অমান্যকারীরা ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধী হিসেবে গণ্য হবেন ।