.সাত সকালেই খুনের ঘটনা। তাও আবার মানসিক ভারসাম্যহীন নাতির ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন ঠাকুমা। বাড়ির রান্না ঘর থেকেই ঠাকুমার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। রোমহর্ষক চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে শান্তির বাজার মহকুমার অন্তর্গত আশ্রম টিলা এলাকায়। মৃত ঠাকুমার নাম খুকুরানি দাস। বয়স ৬৫ বছর।ঘটনার বিবরনে জানা যায় শান্তির বাজার মহকুমার অন্তর্গত আশ্রমটিলা এলাকায় রবিবার সাত সকালে নিজ বাড়ীর রান্নাঘরে নাতি বিজয় দাস ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঠাকুমা খুকু রানী দাসকে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঠাকুরমার। এলাকার লোকজন ও বাড়ীর লোকেদের বক্তব্য বিজয় দাস কিছুটা মানসিক ভারসাম্যহীন। ঘটনার পরবর্তী সময় খুনি নাতি বিজয় বাড়ী থেকে পালিয়ে যায়। এইঘটনার খবর পেয়ে শান্তির বাজার মহকুমার পুলিশ আধিকারিক সৌগত চাকমার নেতৃত্বে ঘটনাস্থলে ছুটেযায় পুলিশ। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্তে নামেন। আর এই তদন্তে নেমে মহকুমা পুলিশ আধিকারিক সৌগত চাকমার নেতৃত্বে অল্পকিছু সময়ের মধ্যে খুনের সাথে জড়িত থাকার অভিযোগে পলাতক বিজয় দাসকে আটক করতে সক্ষম হয় পুলিশ।বিজয়কে আটক করাতে পুলিশ আধিকারিক সৌগত চাকমার কাজে প্রশংসা স্থানীয়দের। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। সাত সকালে নাতির হাতে ঠাকুমা খুন হওয়ার ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।