Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যউপভোটের সরব প্রচারের শেষ লগ্নে ঝড় বিজেপির

উপভোটের সরব প্রচারের শেষ লগ্নে ঝড় বিজেপির

আগামী ৫ই সেপ্টেম্বর ধনপুর ও বক্সনগর কেন্দ্রের উপনির্বাচন। রবিবার বিকাল ৪ টা পর্যন্ত ছিল সরব প্রচারের শেষ সময়সীমা। সরব প্রচারের শেষ দিনেও শাসক থেকে শুরু করে বিরোধীরা প্রচারে ঝড় তোলার চেষ্টা করেন। তবে সরব প্রচারের শেষ দিনে বিরোধীদের টেক্কা দিয়ে খানিকটা যেন এগিয়ে থাকে শাসকেরা। বিজেপি শেষ লগ্নেও প্রচারে ছাড় দেয়নি কোন প্রকার। এলাকাভিত্তিক বিভিন্ন সভার পাশাপাশি মিছিল সংঘটিত করে তারা। প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনে বক্সনগরের জয়ী সিপিআইএম প্রার্থীর মৃত্যুতে এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের পদত্যাগের কারনে ধনপুরে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।গত নির্বাচনে দীর্ঘদিন পর সিপিআইএম বাদে কোন দল জয়লাভ করেছিল ধনপুরে। কিন্তু বক্সনগর অধরাই থেকে গিয়েছিল। দুটি কেন্দ্রেই ধর্মীয় সংখ্যালঘু ভোটারদের সংখ্যাই বেশি। বক্সনগর কেন্দ্রে ভোটার প্রায় ৪৩১৪৫ জন। গত বিধানসভা নির্বাচনে বক্সনগর কেন্দ্রে সিপিআইএমের শামসুল হক ৪৮৪৯ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেনকে পরাজিত করেছিল। শামসুল হক পেয়েছিল ১৯৪০৪ ভোট অপরদিকে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন পেয়েছিল ১৪৫৫৫ ভোট। শামসুল হক মারা যাওয়া এই কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী পাঁচই সেপ্টেম্বর। এবছর সিপিআইএম প্রার্থী করেছে প্রয়াত শামসুল হকের ছেলে মিজান হোসেনকে। অপরদিকে বিজেপি তাদের বিজিত প্রার্থী তফাজ্জল হোসেনই আস্থা রেখেছেন উপ নির্বাচনেও। ধনপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইএমের কৌশিক চন্দকে ৩৫০০ ভোটে পরাজিত করেছিল। প্রতিমা ভৌমিক পেয়েছিল ১৯১৪৮ ভোট। অপরদিকে কৌশিক চন্দ পেয়েছিল ১৫৬৪৮ ভোট।উপনির্বাচনে জয়লাভের লক্ষ্যে বিজেপি সর্বশক্তি নিয়োগ করে প্রচারে নেমেছে। বাড়ি বাড়ি প্রচার শেষে রবিবার তফাজ্জল হোসেনের সমর্থনে এলাকাভিত্তিক মিছিল সংঘটিত করে বিজেপি। এদিন তফাজ্জল হোসেনের সমর্থনেআগরতলা শহরের মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে পুটিয়া বাজার থেকে একটি মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিল থেকে আওয়াজ উঠে তফাজ্জল ভাইকে এবার ভোটে জয়ী করতেই হবে। প্রচারের শেষ লগ্নে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দীর্ঘ বাম আমলে উন্নয়ন স্তব্ধ হয়ে আছে। ডাবল ইঞ্জিনের সরকারের উন্নয়ন কর্মসূচিতে বক্সনগরবাসি এবার শামিল হবে। এদিকে মিছিলে অংশ নিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন,এবারে উপ নির্বাচনে জয় সুনিশ্চিত। প্রচারে যেভাবে সাড়া পাওয়া যাচ্ছে তাতে বুঝাই যাচ্ছে বিপুল ভোটে জয়লাভ করবে বিজেপি প্রার্থী তফাজ্জল হোসেন। সংখ্যালঘুরা বিজেপির সঙ্গে নেই বলে বিরোধীদের যে প্রচার তাকে ভুল প্রমাণিত করে তোফাজ্জল হোসেন বিপুল ভোটে জয়লাভ করবে। বিরোধী সিপিআইএমের জামানত বাজেয়াপ্ত হয়েও যেতে পারে। প্রচারে বিরোধীদের কোন চিহ্নই দেখা যাচ্ছে না .

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য