Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যপ্রকাশিত হল বছর বাঁচাও পরীক্ষার ফলাফল

প্রকাশিত হল বছর বাঁচাও পরীক্ষার ফলাফল

করোনাকালীন সময়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ এই দুটি পরীক্ষার ফলাফলের উপর চালু করে বছর বাঁচাও পরীক্ষার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ছাত্র-ছাত্রী একবার দুটি বিষয়ে পাশ করতে পারেনি, সেই সব ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসার সুযোগ পেয়ে থাকে। সেই হিসাবে এবারও মধ্যশিক্ষা পর্ষদের উদ্যোগে অনুষ্ঠিত হয় বছর বাঁচাও পরীক্ষা। মাধ্যমিকে এবছর ৪২৫৮ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় বসার আবেদন জানালেও শেষ পর্যন্ত পরীক্ষায় বসেন ৩৭৯৭ জন। অপরদিকে উচ্চমাধ্যমিকে ৪৪০৩ জন আবেদনকারীর মধ্যে পরীক্ষায় বসে ৪১৮৬ জন। পরীক্ষা গ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হবার পর উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হবার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো বছর বাঁচাও পরীক্ষার ফলাফল।শনিবার মধ্যশিক্ষা পর্ষদের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে পর্ষদের সচিবকে পাশে রেখে ফলাফল ঘোষণা করেন সভাপতি ডক্টর ধনঞ্জয়গণ চৌধুরী। সাংবাদিক সম্মেলনে সভাপতি ডঃ চৌধুরী জানান মাধ্যমিকে ৩৭৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ২৩৪৩ জন। যা পাশের হার হল ৬১%। অপরদিকে উচ্চমাধ্যমিকে ৪৪০৩ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪১৮৬ জন। যা পাশের হার ৮২ শতাংশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য