Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যযাত্রা শুরু হল আগরতলা সরকারি ডেন্টাল কলেজের

যাত্রা শুরু হল আগরতলা সরকারি ডেন্টাল কলেজের

রাজ্যে একটা ডেন্টাল কলেজ হউক এই স্বপ্ন ছিল রাজ্যবাসির। দীর্ঘ সময় ধরে এই কলেজ খোলার জন্য রাজ্য সরকারের উপর চাপ ছিল। শেষে স্বপ্ন পূরণ হল। শুধু স্বপ্ন পূরণই হয় নি, রাজ্যবাসির স্বপ্নের ডেন্টাল কলেজের যাত্রা শুরু হয়ে গিয়েছে। আগরতলা সরকারি ডেন্টাল কলেজে ইতিমধ্যে ১৭ জন ছাত্র ছাত্রী ভর্তি হয়েছে। কাউন্সিলিং প্রক্রিয়া এখনও চলছে। আরও ২৩ জন ছাত্র ছাত্রী ভর্তি হবে। ১৮ জন ফ্যাকাল্টিও যোগ দিয়েছেন। শনিবার জানিয়েছেন কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ্যা ডাঃ শালু রাই। তিনি জানিয়েছেন এটা একটা মেইল স্টোন। রাজ্যে একটি সরকারি ডেন্টাল কলেজ শুরু হয়েছে। তার উপর খুব বড় গুরু দায়িত্ব। দেশের মধ্যে উচ্চ মানের কলেজ হিসেবে একে বানাতে হবে। যার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হবে। তবে এদিন জানিয়েছেন ছাত্র ছাত্রীদের ইন্ডাকশান শুরু হয়ে গিয়েছে। সাত আটটি বিভাগ রয়েছে। ছাত্র ছাত্রীরা এক একেকটি বিভাগে গিয়ে দেখছে কি কি হয়। পুরো এক সপ্তাহ ইন্ডাকশান হবে। তিনি এদিন এমনটাও জানান যেহেতু প্রথম ব্যাচ , এই ব্যাচকে তারা ভাল করে তৈরি করবেন। এটা একটা চ্যালেঞ্জও। ছাত্র ছাত্রীরাও এদিন তাদের খুশি ব্যক্ত করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য