Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যপ্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে...

প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে সরকার – টিঙ্কু

হকির জাদুকর তথা খ্যাতনামা ক্রীড়াবিদ ধ্যানচাঁদের ১১৮ তম জন্ম জয়ন্তী মঙ্গলবার। বিগত দিনের মতো এবারও গোটা দেশজুড়ে ধ্যানচাঁদের জন্মদিন টিকে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে উদযাপিত। রাজ্যেও জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে এদিন অনুষ্ঠিত হয় নানা কর্মসূচি। সরকারিভাবে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলায়। এদিন সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত সুইমিং পুল প্রাঙ্গনে আয়োজিত মূল অনুষ্ঠানে সামিল হয় সেখানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এই অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, সচিব পি কে চক্রবর্তী, পদ্মশ্রী দীপা কর্মকার, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী, অর্জুন পুরস্কার জয়ী মন্টু দেবনাথ, ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি রতন সাহা প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম জেলা পরিষদের সভাপতি হরিদুলাল আচার্য। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়া মন্ত্রী বলেন রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের তুলে এনে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার। রাজ্যের খেলাধুলার ক্ষেত্রে পরিকাঠামোর যেমন উন্নয়ন হচ্ছে, তেমনি প্রশাসনিকভাবে পরিবর্তন আনার চেষ্টা চলছে। কিন্তু পরিতাপের বিষয় অনেক খেলাধুলাতে রাজনৈতিককরণ হচ্ছে। বিভিন্ন ধরনের লবিবাজি চলছে। সেগুলিকে সংশোধন করার চেষ্টা চলছে। খেলাধুলায় একটা সুন্দর পরিবেশ যেন গড়ে ওঠে সেই লক্ষ্যে কাজ করে চলেছে সরকার। প্রতিভাবান খেলোয়াররা যাতে কারোর কারণে কিংবা লবিবাজির কারণে নষ্ট না হয়, তার জন্য সরকার অঙ্গীকারবদ্ধ। রাজ্যের খেলাধুলার জগতেও দীর্ঘদিন ধরে একটা ময়লা জমে রয়েছে। তা সহজে দূর করা সম্ভব নয়। সরকার একটা সুন্দর পরিবেশে খেলাধুলা উপহার দিতে চাইছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

fourteen − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য