Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যশ্রমিক কর্মচারীদের বেতন ভাতা মিটিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার...

শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা মিটিয়ে দেওয়ার দাবিতে সোচ্চার জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটি

রাজ্যে একমাত্র সরকারি শিল্প প্রতিষ্ঠান জুট মিল এখন ইতিহাসের খাতায় স্থান পেতে চলেছে। এই জুট মিলেই কেন্দ্রীয় প্রকল্পে কোটি কোটি টাকা ব্যয়ে আগামী দিন গড়ে উঠবে ইউনিটি মল। ইতিমধ্যেই বাজেটে এর জন্য খরচ বরাদ্দ করা হয়েছে। সরকারিভাবে চলছে এখন এই ইউনিটি মল নির্মাণের তৎপরতা। মল নির্মাণের জন্য জুট মিল কর্তৃপক্ষ সহ সরকার পক্ষ মিলে জুট মিলের ৩০ কানি উপর অতি মূল্যবান ভূমি দান করা হয়েছে। তাই জুট মিল কর্তৃপক্ষ জুট মিলের আবাসনে বৈধভাবে বসবাসরত শ্রমিক কর্মচারীদের উচ্ছেদ আদেশ জারি করেছে। এতে করে স্বাভাবিকভাবে ক্ষুব্ধ জুট মিলের শ্রমিক কর্মচারীরা। এই অবস্থার মধ্যেই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের রায় অনুযায়ী অন্যান্য পি এস ইউর ন্যায় জুটমিল শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা মিটিয়ে দেওয়ার দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী বিক্ষোভ কর্মসূচিতে শামিল হল জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটি। মোট তিন দফা দাবিকে সামনে রেখে সোমবার জোট মিল প্রাঙ্গণে গণ ধর্না সংগঠিত করে সংগঠনের কর্মীরা। সংগঠনের সম্পাদক ধনমণি সিং এদিন বলেন রাজ্য সরকার জুট মিলের শ্রমিক কর্মচারীদের দীর্ঘদিন ধরেই বঞ্চনার মুখে ঠেলে দিয়েছে। আদালত শ্রমিক কর্মচারীদের পক্ষে রায় দিলেও তা মান্যতা দিচ্ছে না সরকার। এদিন শ্রী সিং আবাসনে বসবাসরত শ্রমিক কর্মচারীদের উচ্ছেদ নোটিশের তীব্র প্রতিবাদ ও বিরোধিতা করে বলেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যে আদালতে মামলা দায়ের করা হয়েছে। ১৯৭৩ সালে প্রথমেই তৈরি হয়েছে কারখানা ঘর সহ এমডির প্রশাসন পরিচালনার জন্য কার্যালয়। এর স্থায়িত্বকাল কুড়ি বছর আগেই শেষ হয়ে গেছে। অথচ এই সমস্ত আবাসন গুলি মেরামতের কোন উদ্যোগ নেই। তাই আবাসন গুলি মেরামত করার পাশাপাশি আবাসন থেকে আবাসনকারীদের উচ্ছেদ প্রত্যাহার করা এবং আবাসন সম্বন্ধীয় ২৩৭ নং অনৈতিক বোর্ডের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান তিনি। পাশাপাশি তিনি দাবি করেন ১৯৯৬ সালের পয়লা জানুয়ারি থেকে প্রাপ্য বেতন ভাতা মিটিয়ে দেওয়া এবং যৌথ ঘোষণা পত্র প্রকাশ করার পাশাপাশি পিএফ কমিশনারকে অভিহিত করার জন্য। তাই এই দাবিগুলি আদায়ের লক্ষেই এদিনের এই বিক্ষোভ কর্মসূচি। দাবি অনাদায়ে আগামীদিনেও আইনি লড়াইয়ের সাথে আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য