মাঝে আর মাত্র দুই মাসও বাকি নেই। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কাউন্ট ডাউন। বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী পুজো দিয়ে শুরু হয়ে যাবে বাঙালির প্রাণের চির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গা পূজা। আর এই উৎসবকে সামনে রেখে বিগ বাজেটের ক্লাবগুলিতে এর মধ্যেই শুরু হয়ে গেছে পুজোর প্রস্তুতি। বিগত দিনের মতো এবারও বিগ বাজেটে ক্লাবগুলি নিজেদের পুজোমন্ডপে দর্শনার্থীদের টেনে আনতে নির্মাণ করতে চলেছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আকর্ষণীয় প্যান্ডেল। শহরের বহু ক্লাব এবছর বহির রাজ্যের খ্যাতনামা মন্দিরের অনুকরণে নির্মাণ করতে চলেছে প্যান্ডেল। যার কাজ এর মধ্যেই শুরু হয়ে গেছে খুঁটিপুজোর মধ্য দিয়ে। তবে এবছর শারদীয়া উৎসবে এক ব্যতিক্রমী প্যান্ডেল নির্মাণ করতে চলেছে রাজধানী আগরতলার এমবিবি ক্লাব। তথ্যপ্রযুক্তির যুগে আজ পাখিরা দিশাহারা। যেভাবে বনভূমি ধ্বংস হচ্ছে তাতে করে অস্তিত্বের সম্মুখীন এখন পাখিরা। আর এতে করে বিপন্ন প্রকৃতি। তাই পাখিদের সংরক্ষণ করতে দর্শনার্থীদের সচেতন করে তুলতে এবছর এমবিবি ক্লাবের অন্যতম আকর্ষণীয় থিম হলো পাখি সংরক্ষণ। আর সেই থিম নিয়েই এবছর প্যান্ডেল নির্মাণ করতে চলেছে রাজধানীর এমবিবি ক্লাব। পশ্চিমবঙ্গের নদীয়ার শিল্পী সঞ্জু দেবনাথ নির্মাণ করবে ক্লাবের প্যান্ডেল। ক্লাবের প্রতিমা শিল্পীও নদীয়ার। সোমবার খুঁটিপুজোর মধ্য দিয়ে শুরু হয়ে গেল এই ক্লাবের প্যান্ডেল নির্মাণের কাজ। ধর্মীয় রীতি নীতি মেনেই এদিন অনুষ্ঠিত হয় খুঁটিপূজা। আর এই খুঁটিপূজাকে ঘিরে ক্লাবের সভ্যদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। ক্লাব কর্মকর্তারা জানান এবছর ক্লাবের বাজেট আনুমানিক প্রায় ১০ লক্ষ টাকা। বিগত দিনের মতো এবারও শারদীয়া উৎসব উপলক্ষে ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হবে নানা সামাজিক কর্মসূচি। তাদের প্রত্যাশা পাখি সংরক্ষণের উপর যে প্যান্ডেল তৈরি হতে চলেছে তা নিঃসন্দেহ ভাবেই দর্শনার্থীদের অনেকটা আকর্ষণীয় করে তুলবে।