ককবরক ভাষার রোমান স্ক্রিপ্ট চালু এবং সংবিধানের ১২৫ তম সংশোধনীর দাবিতে সোমবার সকাল-সন্ধ্যা 12 ঘণ্টার ত্রিপুরা বন্ধের ডাক দেয় তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন বা টিএস এফ। বনধের সাফল্যমণ্ডিত করে তুলতে সোমবার সকাল থেকেই পূর্ব ঘোষণা অনুযায়ী রাজ্যে সাতটি স্থানে চলে পথ অবরোধ ।এদিন সকালে রাজধানীর উত্তর গেটের সামনে রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধে শামিল হয় টিএসএফের সদর বিভাগীয় কমিটির কর্মী সমর্থকরা। তারা বন্ধের সমর্থনে রাস্তায় নেমে স্লোগান দিতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী ।পুলিশ আধিকারিকরা বিক্ষোভ প্রদর্শনের সামিল ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে সংশ্লিষ্ট দাবিটিকে উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেয়।পুলিশ প্রশাসন পরে বিক্ষোভকারীদের প্রিভেন্টিভ ডিটেনশন করে A.Dনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়। এদিন রাজ্য পুলিশের আধিকারিকরা এই সংবাদ জানান । টিএসএফের এই বিক্ষোভের জেরে ভিআইপি রোডে প্রায় ৩০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। এদিকে সোমবার সকালে আসাম আগরতলা জাতীয় সড়কের বড়মুড়া পাহাড়ে, আগরতলা সাব্রুম জাতীয় সড়কের বিশ্রামগঞ্জে সড়ক অবরুধে শামিল হয় টিএসএফের জোনাল কমিটির কর্মী সমর্থকরা ।এর ফলে দুটি জাতীয় সড়কেই কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।