Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যদেশের অন্যান্য রাজ্যের সাথে রাজ্যেও অনুষ্ঠিত হল মেধা অন্বেষণ পরীক্ষা

দেশের অন্যান্য রাজ্যের সাথে রাজ্যেও অনুষ্ঠিত হল মেধা অন্বেষণ পরীক্ষা

ছেলে মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোলার লক্ষ্যে রাজ্যে প্রায় তিন দশকেরও অধিক সময় ধরে কাজ করে চলেছে পাথফাইন্ডার। শুধু রাজ্যেই নয় সারা দেশেই এই সংগঠন কাজ করছে। প্রতি বছরই জাতীয় স্তরে পাথফাইন্ডার আয়োজন করে থাকে মেধা অন্বেষণ পরীক্ষা। এবারও তার ব্যতিক্রম নয়। রবিবার দেশের অন্যান্য রাজ্যের সাথে রাজ্যেও মেধা অন্বেষণ পরীক্ষায় বসে প্রায় এক হাজারেরও বেশি ছাত্র-ছাত্রী। আগরতলা মহারানী তুলসীবতি স্কুল ছাড়াও এদিন পরীক্ষা অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া, উদয়পুর ও খুমুলুঙে। সংগঠনের পক্ষ থেকে প্রত্যেক ছাত্র-ছাত্রীর জন্য তাদের মেধা অনুসারে থাকে পাঁচ কোটি টাকার এডুকেশন স্কলারশিপ। যে স্কলারশিপের মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের ভবিষ্যৎ শিক্ষা চালিয়ে নিয়ে যেতে পারে সহজে। এছাড়া জাতীয় স্তরের পরীক্ষায় প্রথম থেকে দশের মধ্যে থাকা ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে প্রাইজমানি সহ কাইন্ড এওয়ার্ড, মোবাইল, ল্যাপটপ। সারাদেশের প্রথম থেকে দশম রেঙ্কে পুরস্কার দেওয়ার পাশাপাশি প্রত্যেক জেলার প্রথম দশজনকে পুরস্কৃত করা হয় পাথফাইন্ডারের পক্ষ থেকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য