Saturday, July 27, 2024
বাড়িখবররাজ্যবিজেপি দল উন্নয়ন ছাড়া কিছুই ভাবে না - মুখ্যমন্ত্রী

বিজেপি দল উন্নয়ন ছাড়া কিছুই ভাবে না – মুখ্যমন্ত্রী

রাজ্যের দুটি আসনে উপভোটে ঝড়ো প্রচারে রাজ্যের শাসক দল। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হেভিওয়েট মন্ত্রী ও দলের তাবড় তাবড় নেতৃত্ব ঝাপিয়ে পড়েছে এই উপনির্বাচনে। একদিকে যেমন চলছে বাড়ি বাড়ি জনসংযোগ তেমনি চলছে জনসভাও। জানা যায় সে জায়গায় রাজ্যের বিরোধী দলের বিধায়ক নেতারা এখনো তেমন ভাবে ময়দানে নামতেই পারে নি। যদিও জানা গেছে রাজ্যের বিরোধী দলগুলি একসাথে প্রচারে নামবে। কিন্তু এখনো তেমন কোন চিত্র সামনে আসে নি বলে স্থানীয় সুত্রে জানা যায়। শনিবার বক্সনগরে শাসক দলের প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথায়ও এ দিকটি উঠে আসে। তিনি এদিন বলেন এই উপভোটে বিরোধীদের দেখাই পাওয়া যাচ্ছে না। সোজা সাপ্টা ভাষায় বলেন বিরোধীরা জনগণের কাছে কি নিয়ে যাবেন। এই বক্সনগরে বিরোধী দলের জনপ্রতিনিধি থাকলেও এখানে উন্নয়নের তেমন ভাবে কোন চিত্র দেখা যাচ্ছে না। কি নিয়ে যাবেন জনগণের কাছে ভোট চাইতে।এদিন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন বিজেপি দল শুধু উন্নয়ন ছাড়া কিছুই ভাবে না। এদিন তিনি জনসম্মুখে তুলে ধরেন সরকারের উন্নয়ন মূলক কাজের বিভিন্ন দিক। উন্নয়নের নিরিখে এদিন তিনি এই কেন্দ্রে শাসক দলের প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে জনগণের কাছে ভোট চেয়েছেন। পরিষ্কার ভাবে জানান এই কেন্দ্রে জনগণ একটা সুযোগ পেয়েছেন। সেই সুযোগ যাতে তারা না হারান। তিনি বলেন বাড়ি বাড়ি প্রচারে গিয়ে তিনি দলের সমর্থনে ব্যাপক সাড়া পেয়েছেন। এই কেন্দ্রের জনগণ বিজেপিকেই ভোট দেবেন বলে সরাসরি তাদের অভিমত ব্যাক্ত করেছেন।এই জনসভায় এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রাক্তন উপমুখ্যমন্ত্রি জিষ্ণু দেববর্মণ, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, দলের সংগঠন মহামন্ত্রি প্রমুখ নেতৃত্ব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য