ত্রিপুরা জিলা পরিষদের শিল্প বিষয়ক স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয় । জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেবের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কমিটির অন্যান্য সদস্য সদস্যাগণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন । সভায় শিল্প ও বানিজ্য দপ্তরের আধিকারিক জানান , চলতি অর্থবছরে প্রধানমন্ত্রী স্বরোজগার যোজনায় ঋণ দেওয়ার জন্য জেলায় ৪৫৩ জন আবেদন করেছেন । এর মধ্যে এখন পর্যন্ত ১০০ জনের ঋণ মঞ্জুর করা হয়েছে এবং ৩১ জনকে ঋণ দেওয়া হয়েছে । এছাড়া ২০২১২২ অর্থবছরে স্বাবলম্বন প্রকল্পে ২২২২ জনের আবেদন পত্র গ্রহণ করা হয় । এর মধ্যে এখন পর্যন্ত ৪৩৪ জনের ঋণ মঞ্জুর করা হয়েছে এবং ১৩২ জনকে ঋণ দেওয়া হয়েছে । হস্ততাঁত , হস্তকার ও রেশম শিল্প দপ্তরের আধিকারিক জানান , হস্ততাতের উপর ৪ মাসের প্রশিক্ষণের কাজ মোহনপুরের তারানগরে শুরু হয়েছে । রেশম শিল্পে চলতি অর্থবছরে ২০ গন্ডা জায়গায় মোহনপুর ক্লাস্টারের অন্তর্গত বামুটিয়াতে তুঁত নার্সারী করার জন্য ৫০,০০০ তুঁত গাছের চারা সুবিধাভোগীদের দেওয়া হয়েছে । ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের প্রতিনিধি জানান , চলতি অর্থবছরে ৫০২ টি স্বসহায়ক দল গঠন করা হয়েছে ।