অবশেষে বিজ্ঞাপন নীতি প্রণয়নের দাবীতে আন্দোলনের পথে পা বা বাড়াতে হল তিপ্রাসা সাংবাদিক ও সংবাদকর্মীদের। শুক্রবার সাংবাদিক ও সংবাদ কর্মীরা ১১ দফা দাবির ভিত্তিতে খুমলুম প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে ধরনায় বসেন।
এডিসির তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে শুক্রবার সকাল 10:30 মিনিট নাগাদ কাউন্সিল ভবনের প্রধান ফটকে রাস্তায় বসে আওয়াজ তুলেন রাজ্যের সমস্ত টিপ্রাসা সাংবাদিকরা l সাংবাদিকদের এই আন্দোলনের ফলে রাস্তায় আটকে পড়েন এডিসির তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের সমস্ত কর্মচারী এবংকাউন্সিল ভবনের সকল সরকারি কর্মচারী l খবর পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান রাধাপুর থানার পুলিশ l এদিন টিপ্রাসা মিডিয়া চ্যানেল এবং মিডিয়া কর্মীদের সার্বিক উন্নয়নের জন্য ত্রিপুরা ইন্ডিজেনিয়াস পিপলস প্রেস অ্যাসোসিয়েশন (টিপ্পা) এবং টিপ্রাসা ফটো মিডিয়া অ্যাসোসিয়েশন (টিপিএমএ) যৌথভাবে খুমূলুঙ প্রেস ক্লাব, করবুক প্রেস ক্লাব, আম্পি প্রেস ক্লাব, আমবাসা টিপ্রাসা প্রেস ক্লাব, হেজামারা প্রেস ক্লাব, জাম্পুইজালা প্রেস ক্লাব ও জিরানিয়া প্রেস ক্লাব এবং খোয়াই টিপ্রাসা প্রেস ক্লাবের সকল সাংবাদিকরা মোট 11 দফা উপস্থাপিত করেন l উপস্থিত ছিলেন খুমূলুঙ প্রেস ক্লাবের সভাপতি অংশুময় দেববর্মা সম্পাদক রঞ্জিতদেববর্মা, ত্রিপুরা ইন্ডিজেনিয়াস পিপলস প্রেস এসোসিয়েশনের সভাপতি গৌতম দেববর্মা, টিপ্রাসা ফটো মিডিয়া অ্যাসোসিয়েশন সভাপতি বিপ্লব কুমার ত্রিপুরা সহ সাতটি প্রেস ক্লাবের সম্পাদক, সভাপতি এবং সকল সদস্যগণ l এদিন আন্দোলনকারী সাংবাদিকরা জানান খুমলুম প্রশাসনের নীরব ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তারা এই গণবস্থানে বসেছেন। উল্লেখ্য এডিসির নতুন প্রশাসন গঠিত হওয়ার পর বলা হয়েছিল ৯০ দিনের মধ্যে বিজ্ঞাপন নীতি চালু করা হবে।। এডিসির তথ্য-সংস্কৃতি দপ্তর এই বিজ্ঞাপন নীতি চালু করবে ।কিন্তু তিন বছর সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট বিষয়ে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না এডিসি প্রশাসন।