খোয়াই মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয় ও খোয়াই কালচারেল সেলের যৌথ উদ্যোগে গতকাল খোয়াই মহকুমার বিভিন্ন গ্রামপঞ্চায়েত ও এডিসি ভিলেজে পথ নাটক পরিবেশিত হয়েছে । পথ নাটক সপ্তাহ উদযাপন উপলক্ষে মহকুমার পদ্মবিল ব্লক , তুলাশিখর ব্লক ও খোয়াই ব্লকে পথ নাটকগুলি পরিবেশিত হয় । কোভিড- ১৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মহকুমার ১০ টি স্থানে কোভিড -১৯ বিষয়ের উপর সচেতনতামূলক পথ নাটকগুলি পরিবেশিত হয় । পথ নাটকগুলিতে উপস্থিত ছিলেন খোয়াই জেলা সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য দীপঙ্কর ভট্টাচার্য , খোয়াই পুর পরিষদের সদস্য পীযূষকান্তি চৌধুরি সহ খোয়াই জেলা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের বরিষ্ঠ তথ্য আধিকারিক দুলাল দেববর্মা প্রমুখ ।