বক্সনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই তেজী হয়ে উঠছে রাজনৈতিক দলগুলির প্রচার কর্মসূচি। তবে নির্বাচনী প্রচারে এখনো পর্যন্ত বিরোধীদের ট্যাকা দিয়ে কয়েক কদম এগিয়ে রয়েছে শাসকেরা।খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা, নির্বাচিত প্রতিনিধি ও গোটা প্রদেশ বিজেপি নেতৃত্ব দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে ঝড় তুলছেন। এবার বক্সনগর কেন্দ্রের দলীয় প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি ভোট প্রচার করলেন প্রদেশ বিজেপি সভাপতি। একই সাথে বিরোধী শিবির ত্যাগ করে গেরুয়া শিবিরে যোগদানকারী ১৫ পরিবারের ৪৯ জন ভোটারকে নিজের হাতে দলে বরণ করে নিলেন সভাপতি রাজিব ভট্টাচার্য।