Thursday, December 5, 2024
বাড়িখবররাজ্যনিজ বাড়িতেই উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ

নিজ বাড়িতেই উদ্ধার এক যুবকের ঝুলন্ত মৃতদেহ

রাজধানী আবারও মৃতদেহ উদ্ধার। রক্তাক্ত অবস্থায় নিজ বাড়ি থেকেই এবার উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। জানা গেছে মৃত ব্যক্তির নাম আশীষ রায়। ঘটনা আগরতলা রামনগর ১০ নম্বর রোড এলাকায়। জানা যায়, বুধবার সকাল থেকে আশীষকে তার মা বেশ কয়েকবার ফোন করে। কিন্তু সেই ফোন থেকে কোন উত্তর না পেয়ে অবশেষে আশীষের মা সন্দেহ প্রকাশ করে পাশের বাড়ির লোকদের ফোন করেন।তখন পাশের বাড়ির লোকজন একত্র হয়ে আশীষের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই রক্তাক্ত অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহটি দেখতে পায়। পরে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। আর এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ প্রাথমিক তদন্তের শেষে মৃতদেহটির উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। পরে মৃতদেহটি ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এখন প্রশ্ন হল ফাঁসিতে আত্মহত্যা করার পর কিভাবে রক্তাক্ত হন আশীষ। এই বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করেন তার পরিবারের লোকজন। তাহলে কি আশীষ পরিকল্পিত খুনের শিকার ? যদিও তা স্পষ্ট হবে ময়না তদন্তের রিপোর্টেই।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য