ত্রিপুরা স্বাস্থ্য বিভাগীয় অনিয়মিতিকরণ কর্মচারীরা সোমবার নয় দফা দাবি নিয়ে. স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার কাছে এক ডেপুটেশন প্রদান করে। এই ডেপুটেশন প্রদান কালে তাদের নয় দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল তাদের নিয়মিত করণ করা, আর তা যদি এই সময়ে সম্ভব না হয় তাহলে পশ্চিমবঙ্গ এবং আসাম সরকারের ন্যায় তাদের বেতনক্রম প্রদান করা। এছাড়া তাদের অন্যান্য দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হল তাদের মধ্যে যারা পেনসনে চলে গেছে বা যাবে তাদের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং এককালীন তিন লক্ষ টাকা প্রদান করা, পুজার অনুদান প্রদান করা ইত্যাদি। এই বিষয়ে এদিন তারা দফতরের মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।