ভারতের আভ্যন্তরীণ ভোজ্য তেলের চাহিদা মেটানোর জন্য প্রতিবছর বিদেশ থেকে প্রায় ৮০ হাজার কোটি টাকা পাম তেল আমদানি করতে হয়। তেলের এই চাহিদা মেটানোর জন্য দেশের মধ্যে পাম তেল চাষ করার পরিকল্পনা নিয়েছে ভারত সরকার। এবছর ২৫ জুলাই থেকে শুরু করে ৫ আগষ্ট পর্যন্ত রেড পাম ওয়েল গাছ লাগানোর মেগা পরিকল্পনা হাতে নিয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবে শুক্রবার ত্রিপুরা রাজ্যেও রেড পাম অয়েল বাগান গড়ার কর্মসূচীর সূচনা করা হয়েছে। এদিন রাজ্যের পশ্চিম জেলার অন্তর্গত বেলবাড়ি কৃষি মহকুমা শান্তিনগরে পাম গাছের চারা লাগানোর মধ্য দিয়ে রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের রতন লাল নাথ এই কর্মসূচীর সূচনা করেন। উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ ডিরেক্টরেটের উদ্যোগে আয়োজিত এদিনের এই কর্মসূচিতে কৃষি মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিশ্বজিৎ কলই, এম ডি সি গণেশ দেববর্মা, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সচিব অপূর্ব রায়, ডিরেক্টর ড. শরদিন্দু দাস, উদ্যান এবং মৃত্তিকা সংরক্ষণ বিভাগের ডিরেক্টর ড. ফনি ভূষণ জমাতিয়া, পতঞ্জলি এগ্রো ইন্ডাস্ট্রিজের এডভাইজার ড. সুভাষ ভট্টাচার্য প্রমূখ।অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিরা একটি করে পাম গাছের চারা রোপন করেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্প অনুসারে রাজ্য সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর রাজ্যে বাণিজ্যিক ভাবে পাম চাষের লক্ষ্যে পতঞ্জলি এগ্রো ইন্ডাস্ট্রিজ এবং গোদরেজ এগ্রো ইন্ডাস্ট্রিজের সঙ্গে আলাদা আলাদা চুক্তি করেছে। এর অংশ হিসেবে এদিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রী ধারী জনজাতি যুবক রোশন দেববর্মার মোট দুই হেক্টর জমিতে রেড পাম ওয়েল বাগান সম্পূর্ণ বিনামূল্যে গড়ে দেওয়া হবে। প্রতি হেক্টরে মোট ১৪৫টি করে গাছ লাগানো হবে। এই গাছগুলো লাগানোর পাঁচ বছরের মাথায় ফলন শুরু হবে। এই সময়ে চাষীদের যাতে কোন ধরনের সমস্যা না হয় তার জন্য সরকারের তরফে এক লক্ষ টাকা করে সহায়তা করা হবে।