ঊনকোটি জেলার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ও উপস্বাস্থ্যকেন্দ্রে নিয়মিতভাবে চলছে কোভিড -১৯ টিকাকরণ । গত ১৭ ফেব্রুয়ারি কুমারঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের এমসিএইচ ক্লিনিকে , সায়দাবাড়ি , বেতছড়া , সুকান্তনগর , পূর্ব কাঞ্চনবাড়ি , দুধপুর ও উজান দুধপুর উপস্বাস্থ্যকেন্দ্রে কোভিড -১৯ টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । এদিন ১৪ জনকে প্রথম ডোজ ও ৭৮ জনকে দ্বিতীয় ডোজ কোভিড -১৯ টিকাকরণ করা হয় এবং ৮৮ জনকে প্রিকশন ডোজ দেওয়া হয় স্বাস্থ্যকর্মীরা টিকাকরণের পাশাপাশি কারোর জ্বর , কাশি ও গলাব্যাথা ইত্যাদি উপসর্গ থাকলে নিকটবর্তী হাসপাতালে গিয়ে অ্যান্টিজেন পরীক্ষা করার জন্য পরামর্শ দেন এবং কোভিড -১৯ সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান করেন । উক্ত টিকাকরণ কর্মসূচি পরিচালনা করেন কুমারঘাট সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা ।