Friday, September 20, 2024
বাড়িখবররাজ্যত্রিপুরা বস্তিতে স্বাস্থ্য শিবির

ত্রিপুরা বস্তিতে স্বাস্থ্য শিবির

খোয়াই জেলার আওতাধীন মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত ৪৩ মাইল উপস্বাস্থ্যকেন্দ্র ও টিএসআর দশম ব্যাটেলিয়ানের যৌথ উদ্যোগে গত ১৪ ফেব্রুয়ারি ত্রিপুরা বস্তি এলাকায় এক স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । এই স্বাস্থ্য শিবিরে এলাকার মোট ২৭ জনকে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয় । এর মধ্যে সাত জনের জ্বর , ১২ জনের শ্বাসকষ্টের সমস্যা এবং বাকিদের অন্যান্য উপসর্গ ছিল । স্বাস্থ্যকর্মীরা সকলকে স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় ঔষধ বিনামূল্যে প্রদান করেন । শিবিরে সকল জ্বরের উপসর্গ থাকা রোগীদের ম্যালেরিয়া সনাক্তকরণের জন্য আরডিটি কিট দ্বারা স্বাস্থ্যকর্মীরা রক্ত পরীক্ষা করেন , তবে কারো দেহে ম্যালেরিয়া প্যারাসাইট পাওয়া যায়নি । উক্ত শিবিরে উপস্থিত সকলকে স্বাস্থ্যকর্মীরা ম্যালেরিয়া প্রতিরোধে ঘুমানোর সময় নিয়মিত মশারী ব্যবহার করা , বাড়ির আশপাশ পরিষ্কার রাখা , ডিটিটি স্প্রে করা ও জ্বর হলে অবশ্যই হাসপাতালে গিয়ে ম্যালেরিয়া পরীক্ষা করা এবং কোভিড -১৯ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করেন । এই শিবিরে উপস্থিত ছিলেন ডাঃ পুলকেশ দেববর্মা , এমপিডব্লিও শঙ্কু সরকার এবং আশাকর্মী সুখী রাণী ত্রিপুরা এবং টিএসআর দশম ব্যাটেলিয়ান এর কর্মকর্তাগণ । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য