মাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অন্তর্গত বিভিন্ন উপস্বাস্থ্যকেন্দ্রে গত ১৫ ফেব্রুয়ারি মা ও শিশুর টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । এদিন মাছমারা এমসিএইচ ক্লিনিকে , দক্ষিণ ধনীছড়া উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন দক্ষিণ ধনীছড়া কনভার্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং কামদেবছড়া উপস্বাস্থ্যকেন্দ্রের অধীন সুবল পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা ও শিশুর টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে মোট ১৩ জন শিশুকে ও পাঁচ জন গর্ভবতী মাকে রোগ প্রতিরোধক টিকা প্রদান করা হয় । এই অনুষ্ঠানগুলিতে স্বাস্থ্যকর্মীরা গর্ভবতী মায়েদের ওজন পরিমাপ ও রক্তচাপ পরীক্ষা করেন । তাছাড়া স্বাস্থ্যকর্মীরা উক্ত টিকাকরণে উপস্থিত সকলকে শিশুদের নিয়মিত টিকাকরণের উপকারিতা , গর্ভবতী মায়েদের হাসপাতালে প্রসব করানোর উপকারিতা , পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা , আসন্ন পালস পোলিও কর্মসূচি সফল করা , কোভিড -১৯ টিকা গ্রহণ করা এবং কোভিড- ১৯ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পরামর্শ প্রদান করেন । এই টিকাকরণ কর্মসূচিগুলিতে উপস্থিত ছিলেন কমিউনিটি হেলথ অফিসার কে লালথাফিলি , এমপিডব্লিও শিখা চাকমা , অনিতা চাকমা ও দ্বৈতবতী দেববর্মা ও এলাকার আশাকর্মী।পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।