জিরানীয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের উদ্যোগে সম্প্রতি জিরানীয়া মহকুমার চম্পকনগর , মান্দাই , জিরানীয়া , রাণীরবাজার ও পুরাতন আগরতলা ব্লকে স্বাস্থ্য সচেতনতামূলক পথনাটক পরিবেশন করা হয় । স্বচ্ছ ভারত , কোভিড -১৯ বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই পথনাটক মঞ্চস্থ করা হয় ।