Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যতিথি অনুযায়ী শুরু হলো অম্বুবাচী, চলবে আগামী ২৬ শে জুন দুপুর ২...

তিথি অনুযায়ী শুরু হলো অম্বুবাচী, চলবে আগামী ২৬ শে জুন দুপুর ২ টা ৫৬ মিনিট পর্যন্ত

অম্বুবাচী হিন্দু ধর্মের বাৎসরিক উৎসব। লোক বিশ্বাস মতে আষাঢ় মাসে মৃগ শিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয়। এই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়। বাংলা প্রবাদে রয়েছে কিসের বার কিসের তিথি, আষাঢ়ের সাত তারিখ অম্বুবাচী। এদিন থেকেই হয় অম্বুবাচী শুরু। জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারের যে সময়ে মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারের সেই কালে অম্বুবাচী হয়। কথিত আছে অম্বুবাচী তিন দিন পর্যন্ত কোন ধরনের মাঙ্গলিক কাজ করা যায় না।। তবে চতুর্থ দিন থেকে মাঙ্গলিক কাজে কোন বাধা থাকে না। চারদিন গ্রাম বাংলার মহিলারা এই অনুষ্ঠান পালন করে থাকেন। এবছর বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী বৃহস্পতিবার বেলা দুইটা ৩২ মিনিটে অম্বুবাচী যাত্রা শুরু। যা চলবে আগামী ২৬ শে জুন দুপুর ২ টা ৫৬ মিনিট পর্যন্ত। অম্বুবাচীর ঐতিহ্য রয়েছে। অম্বুবাচী তিথিতে নিষ্ঠাবান মহিলাদের বেশ কিছু রীতিনীতি মান্যতা প্রয়োজন। আর সেই মান্যতা মেনেই ধর্মীয় আচার অনুযায়ী বৃহস্পতিবার থেকে দেবীর উদ্দেশ্যে আম দুধ কলা ইত্যাদি নিবেদনের কাজ শুরু করলেন মহিলারা। এমনটাই দেখা গেল রাজধানী আগরতলার লক্ষীনারায়ণ বাড়ির মন্দিরে। এই কয়দিন মহিলারা সিঁদুর খেলায় মেতে উঠবেন। আচার অনুযায়ী সিঁদুর খেলার পাশাপাশি মন্দিরে মন্দিরে মোমবাতি প্রজ্জলন করে দেবী মায়ের প্রতি শ্রদ্ধা জানানোরও রীতি রয়েছে। এছাড়া অম্বুবাচীতে বাড়ি ঘরে আম দুধ খাওয়ার ও প্রচলন রয়েছে যুগ যুগ ধরে। ফলে স্বাভাবিকভাবেই এই সময়ে বাজারে আমের চাহিদা বেশ তুঙ্গে থাকে। সব মিলিয়ে অম্বুবাচী যাত্রাকে ঘিরে সর্বত্রই যেন উৎসবের আমেজ। রাজধানী আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি ও জগন্নাথ বাড়ি সংলগ্ন এলাকায় অম্বুবাচী উপলক্ষে এবারও বসে মেলা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য