সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে এবং জিরানীয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি কার্যালয়ের সহযোগিতায় সম্প্রতি জিরানীয়া মহকুমার চম্পকনগর , মান্দাই , জিরানীয়া , রাণীরবাজার এবং পুরাতন আগরতলা ব্লক এলাকায় বেটি বাঁচাও , বেটি পড়াও শীর্ষক সচেতনতামূলক পথনাটক মঞ্চস্থ করা হয় । অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয় ।