গোটা বিশ্ব জুড়েই বুধবার উদযাপিত নবম আন্তর্জাতিক যোগা দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তের সাথে রাজ্যেও সরকারি বেসরকারি উদ্যোগে উদযাপন করা হয় দিবসটি। সরকারিভাবে ছাড়া প্রদেশ বিজেপির উদ্যোগেও যোগ ব্যায়ামের মধ্য দিয়ে উদযাপন করা হয় বিশ্ব যোগা দিবস। আগরতলা এনএসআরসিসিতে প্রদেশ বিজেপি আয়োজিত বিশ্ব যোগা দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যসহ এক ঝাঁক নেতৃত্ব। এদিন যোগ ব্যায়ামের মধ্য দিয়েই দিবসকে উদযাপন করলো প্রদেশ বিজেপি। এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগেই গোটা বিশ্বে আজ যোগা দিবস উদযাপন হচ্ছে। বিশ্ব যোগা দিবস উদযাপনের পুরো কৃতিত্ব দেশের প্রধানমন্ত্রী। যোগা একটা ব্যায়াম নয়, যোগা হল ভারতীয় ঐতিহ্য সংস্কৃতির পরম্পরা। বিদেশি শাসনে একসময় এই যোগা ভুলে যাওয়ার পথে ছিল। এই অবস্থা থেকে দেশের ঐতিহ্যকে আবার ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।



