Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হল জনসম্পর্ক অভিযানের

মুখ্যমন্ত্রীর হাত ধরে সূচনা হল জনসম্পর্ক অভিযানের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিগত নয় বছরের উন্নয়ন মূলক কাজ গুলিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে গোটা দেশে একমাস ব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। রাজ্যেও এই কর্মসূচি পালিত হচ্ছে বিগত ২১ দিন ধরে। প্রদেশ বিজেপির নেতৃত্ব সহ মুখ্যমন্ত্রী নিজেও এই একমাস ব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। এদিন মুখ্যমন্ত্রী জনসম্পর্ক অভিযান করলেন রাজধানীর যোগেন্দ্রনগর এলাকায়। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য কে সাথে নিয়ে এলাকার মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে বিগত নয় বছরের প্রধান মন্ত্রীর নেতৃত্বে যে সমস্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন হয়েছে তার খতিয়ান তুলে দিলেন গৃহস্বামীদের হাতে হাতে। পাশাপাশি লাগানো হলো সেবা সুশাসন আর গরিব কল্যাণ বিষয়ক স্টিকার। মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি বাড়িতে নিজের হাতে এই স্টিকার লাগালেন। বুধবার যোগেন্দ্রনগর বিদ্যাসাগর গ্রামীণ ব্যাংকের সামনে থেকে এই জনসম্পর্ক অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। রাজিব ভট্টাচার্য সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা মুখ্যমন্ত্রীকে এলাকার বিভিন্ন লোকজনের বাড়িতে নিয়ে যান। কেন এই জন সম্পর্ক অভিযান সাধারণ মানুষজনকে বুঝিয়ে বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, প্রধানমন্ত্রীর নয় বছরের উন্নয়ন মুলক কাজগুলি প্রচারে নিয়ে আসার যে কর্মসূচি শুরু হয়েছে তাতে যোগ দিতে স্টিকারে দেওয়া নাম্বারে মিসকল দেওয়ার জন্য সবার কাছে অনুরোধ রেখেছেন। তবে সরাসরি মুখ্যমন্ত্রী এদিনের এই জনসম্পর্ক অভিযান নিয়ে সাংবাদিকদের সামনে কিছু বলেননি। তার হয়ে বক্তব্য রেখেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নয় বছর সময়কালে সমাজের সকল অংশের মানুষের জন্য যে উন্নয়নমূলক কাজ গুলি করেছেন তা সাধারণ মানুষকে জ্ঞাত করার জন্যই একমাস ব্যাপী হাতে নেওয়া বিভিন্ন কর্মসূচির একটি অঙ্গ এই জন সম্পর্ক অভিযান। এক মাস ধরে এই প্রচার কর্মসূচী চলছে।৩০ মে থেকে ৩০ জুন এই বিশেষ কর্মসূচি জারি থাকবে। কর্মসূচির বিশেষ এজেন্ডা অনুযায়ী ডোর টু ডোর জনসম্পর্ক অভিযান এর সূচনা হল বুধবার থেকে। গোটা রাজ্যে এই দিন থেকে এই কর্মসূচি শুরু হয়েছে বলে জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য